ক্রীড়া ডেস্ক
গত সপ্তাহে বার্ষিক টেস্ট র্যাঙ্কিং প্রকাশ করেছে আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিল (আইসিসি)। তাতে স্বস্তিদায়ক কোনও খবর মেলেনি। আগের নবম স্থানে থাকলেও আফগানিস্তানের চেয়ে দুই রেটিং পয়েন্ট কমে গেছে বাংলাদেশের। নবীন টেস্ট খেলুড়ে দেশের তুলনায় এভাবে পয়েন্ট কমে যাওয়াটা বিব্রতকর।
তবে এমন দশায় নৈরাশ্যবাদীদের দলে নন সাবেক অধিনায়ক মুশফিকুর রহিম। বাংলাদেশ দলকে নিয়ে আশার কথা শুনিয়েছেন তিনি।
বৃহস্পতিবার (৭মে) এক ফেসবুক পেজে দেওয়া আড্ডায় মুশফিক বলেছেন, ‘টেস্ট চ্যাম্পিয়নশিপ শুরু হয়েছে। এখন অবশ্য বন্ধ আছে। তবে এটা (টেস্ট চ্যাম্পিয়নশিপ) আমাদের জন্য অনেক বড় চ্যালেঞ্জ। আমার কাছে ব্যক্তিগত অর্জনের চেয়ে দেশের অর্জনই সবসময় বড়। আমি মনে করি, টেস্টে আমাদের সেরা ছয়ের মধ্যে থাকার সামর্থ্য আছে। আর সেটা খুব দ্রুতই শুরু করা উচিৎ।’
টেস্ট মর্যাদার ২০ বছর পেরিয়ে গেলেও এই সংস্করণে বাংলাদেশ আজও মাথা উঁচু করে দাঁড়াতে পারেনি। মুশফিকও স্বীকার করেন এমনটা। তবে সাম্প্রতিক সময়ে দেশের মাটিতে যে অর্জন, সেটা বিদেশের মাটিতেও করার লক্ষ্যের কথা জানালেন তিনি, ‘টেস্ট র্যাঙ্কিংয়ের কথা যদি বলি, দল হিসেবে আমাদের অনেক কিছু অর্জন করা বাকি আছে।
গত ২০ বছর আমরা সেভাবে অর্জন করতে পারিনি। যদিও আমাদের কিছু মেধাবী ক্রিকেটার ছিল। একই সঙ্গে আমি মনে করি দেশের মাটিতে ম্যাচ জয়ের পরিসংখ্যান উপরের দিকে যাচ্ছে। তাই আমাদের মূল লক্ষ্য এখন বিদেশে ভালো করা।’
Discussion about this post