খেলাধূলা ডেস্ক
আন্তর্জাতিক ক্রিকেট ইতিহাসে প্রথমবারের মতো ‘টাইমড আউটে’র শিকার হয়েছেন শ্রীলঙ্কার অলরাউন্ডার অ্যাঞ্জেলো ম্যাথিউস। ম্যাথিউসের এই আউট হয়ে চলছে নানা আলোচনা-সমালোচনা। মাঠ ও মাঠের বাইরে অনেকেই আম্পায়ারদের সিদ্ধান্তের সমালোচনা করেছেন।
বাংলাদেশ অধিনায়ক সাকিব আল হাসানের আবেদনের ভিত্তিতে ম্যাথিউসকে টাইমড আউট ঘোষণা করেন অনফিল্ড আম্পায়ার। ফলে কোনো বল খেলার আগেই সাজঘরে ফিরে যান আন্তর্জাতিক ক্রিকেটে প্রথম ব্যাটার হিসেবে ‘টাইমড আউট’ ম্যাথিউস।
এমসিসির আইনের ৪০.১.১ নম্বর ধারা অনুযায়ী, ‘একজন ব্যাটারের আউট হয়ে যাওয়া বা রিটায়ার্ড হার্টের পর যে ব্যাটসম্যান আসবেন, তাকে অথবা অন্য ব্যাটসম্যানকে ৩ মিনিটের মধ্যে বলের মুখোমুখি হওয়ার জন্য প্রস্তুত হতে হবে। অন্যথায় যে ব্যাটসম্যান নামছেন, তাকে আউট হতে হবে।’
অবশ্য বিশ্বকাপের প্লেয়িং কন্ডিশনে বলা আছে, এক্ষেত্রে সময়টা ২ মিনিট। ম্যাথিউস এদিন অতিক্রম করে গেছেন দুটিই। যার ফলে, বাংলাদেশের আবেদনের প্রেক্ষিতে তাকে আউট দেন আম্পায়াররা।
সাকিব এ প্রসংগে বলেন, ‘এটা যদি আইনে লেখা থাকে তাহলে আমি জানি না এটা সঠিক নাকি ভুল। আমরা একটা যুদ্ধে আছি, এখানে দলের ভালোটাই আমাকে আগে দেখতে হবে। সঠিক নাকি ভুল এটা নিয়ে বিতর্ক হতে পারে। যদি আইনে এটা বলা থাকে তাহলে ত আপিল করতে দোষ নেই।’
টাইগার ক্রিকেটের অন্যতম সফল এই অধিনায়ক তার ফেসবুক পোস্টে লেখেন, ‘আন্তর্জাতিক ক্রিকেটের প্রায় দেড়শ বছরের ইতিহাসের উনিশ হাজার ছয়শ সাতান্ন তম ম্যাচে এসে প্রথম টাইম আউট। যারা এতো বছর আগে আইনটা করেছিল তারা বেঁচে থাকলে আজ নিজেদের গর্বিত ভাবতে পারতো।’
আজকের ম্যাচে ধারাভাষ্য দিচ্ছেন সাবেক দুই পাকিস্তানি ক্রিকেটার ওয়াকার ইউনিস ও রমিজ রাজা। নিজেদের প্রতিক্রিয়া জানাতে গিয়ে ওয়াকার বলেন, ‘এটা ক্রিকেটের জন্য ভালো কিছু নয়। এটা ক্রিকেটের চেতনার পরিপন্থী।’
এদিকে সাবেক অস্ট্রেলিয়ান ক্রিকেটার মার্ক ওয়াহ লিখেছেন, ‘ভুলে যান স্পিরিট অব দ্য গেমের কথা, নিয়মের কথাও ভুলে যান, একজন ভালো মনের ক্রিকেটার কীভাবে এমন একটি আউটের জন্য আবেদন করতে পারে? কীভাবে একটি আউট এভাবে নিতে পারে।’
গৌতম গম্ভীর বলেন, ‘আজকে দিল্লিতে যা হয়েছে এটা সত্যিই হতাশাজনক।’ ডেল স্টেইন বলেছেন, ‘আচ্ছা, এটা এতটা ভালো নয়।’ আকাশ চোপড়া বলেছেন, ‘চলো ভাই, এটাই শুধু বাকি ছিল।’
স্টিভ হারমিসন বলেছেন,’আন্তর্জাতিক ক্রিকেটে এ ধরনের ঘটনা প্রথম। এটি বেশ অভাবনীয় যে ম্যাথিউস তার হেলমেটটাও দেখে আনলেন না। তিনি এটি কীভাবে করলেন? প্লেয়িং কন্ডিশন ও নিয়ম অনুযায়ী সাকিবের সিদ্ধান্ত সঠিক, আমার অবস্থানও তার পক্ষে।’
‘এক্স’-এ (সাবেক টুইটার) নিজের অবস্থান জানিয়েছেন সাবেক দক্ষিণ আফ্রিকার ফাস্ট বোলার স্টেইন। তিনি বলেন, ‘এটা ভালো কিছু হলো না।’
Discussion about this post