খেলাধূলা ডেস্ক
অস্ট্রেলিয়ার ভরাডুবি ছিলো অনেকটাই নিশ্চিত !৯১ রানে নেই ৭ উইকেট। আফগান বোলাররা চরমভাবে উজ্জীবিত। নুর আহমদ, রশিদ খান, নাভিন-উল হকদের ঝড়ের সামনে তখন যেন খড়-কুটোর মতো উড়ে যাচ্ছিলো ক্রিকেটের পরাশক্তি অস্ট্রেলিয়া।সেই স্রোতে ‘গা ভাসিয়েছিলেন’ গ্লেন ম্যাক্সওয়েলও। নুর আহমদের বলে ক্যাচ তুলে দিয়েছিলেন ফাইন লেগে। সরাসরি বল চলে যায় মুজিব-উর রহমানের হাতে। তালুতে নিয়েও বলটি ফেলে দিলেন মুজিব। হয়ে গেলো ক্যাচ মিস। ম্যাক্সওয়েল তখন ছিলেন ৩৩ রানে। অস্ট্রেলিয়ার রান ছিল ১১২।এর পর থেকে শুরু ম্যাক্সওয়েল তান্ডব!
চার উইকেট যাওয়ার পর ম্যাক্সওয়েল দলের দুঃসময়ে ক্রিজে এসে শুধুই সপাটে ব্যাট চালিয়ে গেছেন। পরে অন্য প্রান্তে তিন উইকেট চলে গেলেও বিচলিত হননি। একের পর এক ৪-৬ এ রশিদ-মুজিবদের দারুণভাবে শায়েস্তা করে গেছেন। বারকয়েক ক্র্যাম্প করে অজি সমর্থকদের ভয়ও ধরিয়ে দিয়েছিলেন। এই বুঝি খুঁড়িয়ে খুঁড়িয়ে ড্রেসিংরুমে যাওয়ার উপক্রম! কিন্তু দারুণ প্রাণশক্তি আর দায়িত্ববোধ থেকে দাঁতে দাঁত চেপে ম্যাক্সওয়েল ধ্বংসস্তুপ থেকে বারবারই জেগে উঠলেন। অনেকটা ফিনিক্স পাখির মতোই। অবর্ণনীয় ব্যথায় লুটিয়ে পড়লেন মাটিতে। ক্র্যাম্পে শরীরজুড়ে বিদ্রোহতেও হার মানেননি। প্রচণ্ড ব্যাথায় শুধু কব্জিই জোর দেখালেন, হয়ে ওঠলেন অতিমানব। রীতিমতো বোলারদের তুলোধুনো করলেন। কোনও কিছুই তাকে আটকাতে পারেনি। রানের ফোয়ারা ছোটাতে গিয়ে শরীরে একের পর আঘাতেও চূর্ণ হননি। মাটি কামড়ে পড়ে থেকে যেন শরীরের শেষ রক্তবিন্দু দিয়ে জয় ছিনয়ে আনলেন!
শেষ দিকে এসে ইনজুরিতে পড়লেন। দৌড়ে সিঙ্গেল কিংবা ডাবলস নিচ্ছিলেন না। শুধু বাউন্ডারি মেরেই দলকে জয়ের বন্দরে নিয়ে যান ম্যাক্সওয়েল। অস্ট্রেলিয়াকে উপহার দিলেন ৩ উইকেটের অবিশ্বাস্য এক জয়।১২৮ বল মোকাবেলা করে ২১ বাউন্ডারি এবং ১০ টি ছক্কায় ২০১ রানের ইনিংস উপহার দেন ম্যাক্সওয়েল। ইনিংস শেষে ২০১ রানে অপরাজিত থাকেন ম্যাক্সওয়েল। প্যাট কামিন্সকে অষ্টম উইকেট জুটিতে ২০২ রান তোলেন তিনি। ৬৮ বলে ১২ রান করে অপরাজিত থাকেন কামিন্স।
বিশ্বকাপে এর আগে দুজনের ডাবল সেঞ্চুরি ছিল। দুজনেই ২০১৫ বিশ্বকাপে সেই কীর্তি গড়েন। গেইলের সঙ্গে ওই আসরে দুইশ করেন নিউজিল্যান্ডের মার্টিন গাপটিল। ম্যাক্সওয়েলের সবশেষ ইনিংস যেন অন্যদের ছাড়িয়ে গেলো। পরে ব্যাট করে কিংবা মিডল অর্ডারে নেমে দারুণ এক অবিশ্বাস্য ইনিংস, অনবদ্য-অবিস্মরণীয়।
Discussion about this post