খেলাধূলা ডেস্ক
২০০৩ বিশ্বকাপে রিকি পন্টিংয়ের অস্ট্রেলিয়ার কাছেই শিরোপা হারিয়েছিল ভারত। প্রত্যাশা ছিল এক যুগ আগের ক্ষতে প্রলেপ দেওয়ার। কিন্তু সেটি হয়নি। ২০০৩ সালের মতো ২০২৩ সালেও অস্ট্রেলিয়ার কাছে বিধ্বস্ত হতে হয়েছে ভারতকে।
বিশ্বকাপে যে দুর্দান্ত পারফর্ম করে এসেছে ভারত, তাতে এতটুকু বিশ্বাস তো কোহলিদের ওপর রাখাই গেছে। কিন্তু সমর্থকদের প্রত্যাশা পূরণ হয়নি।রোহিত শর্মা-বিরাট কোহলিদের ৬ উইকেটে হারিয়ে হেক্সা মিশন সম্পন্ন করলো অজিরা।
জয়ের নায়ক অজি ওপেনার ট্র্যাভিস হেডকে নিয়ে উৎসবে মাতে পুরো দল। অন্যদিকে ভারত শিবিরে উল্টোচিত্র। সিরাজ-রাহুল তো কান্নায় ভেঙে পড়েন। দুর্দান্ত ক্রিকেট খেলে অপরাজিত হয়ে ফাইনালে ওঠা দলটি এভাবে বিধ্বস্ত হবে, ভাবতে পারেননি কেউই।
জশ হ্যাজেলউড-মিচেল স্টার্ক-কামিন্সরা দারুণ নিয়ন্ত্রিত বোলিং করে ভারতকে চেপে ধরে। পাশাপাশি ফিল্ডিংও ছিল দারুণ।মাত্র ২৪০ রানে অলআউট ভারত!
এবারের বিশ্বকাপে ভারতের পক্ষেই ছিল সব বাজি। ঘরের মাঠে খেলা, ভারত টানা দশ ম্যাচ জিতে ফাইনালেও উঠেছিল। কিন্তু কে জানতো, শেষ পর্যন্ত হলুদ জার্সির সামনে পড়ে এমন স্বপ্নভঙ্গ হবে ভারতীয়দের!
হেড ফাইনালের মঞ্চে হয়ে উঠেন ভয়ংকর। এক যুগ পর ওয়ানডে বিশ্বকাপ ফাইনালে সেঞ্চুরির দেখে পেলেন কোনও ব্যাটার। সর্বশেষ ২০১১ বিশ্বকাপের ফাইনালে ভারতের বিপক্ষে সেঞ্চুরি করেছিলেন শ্রীলঙ্কান ব্যাটার মহেলা জয়াবর্ধনে। রবিবার এই তালিকায় নিজের নাম তুলে ফেললেন হেড। সব মিলিয়ে ফাইনালে এটি ষষ্ঠ সেঞ্চুরি। তার এই সেঞ্চুরিতে অজিরা অনায়াসেই হেক্সা মিশন শেষ করে। জয় থেকে ২ রান দূরে থাকতে ১৩৭ রানে আউট হন হেড। ১২০ বলে ১৫ চার ও ৪ ছক্কায় নিজের ইনিংসটি সাজান অজিদের শিরোপা জয়ের এই নায়ক।
টসে হেরেও ব্যাটিংয়ে নেমে দারুণ শুরু করছিল ভারত। রোহিত শর্মার ছোট ঝড়ে প্রথম ১০ ওভার ছিল তাদের দাপট। তারপর বিরাট কোহলিকে ফিরিয়ে ম্যাচের নিয়ন্ত্রণ নেয় অস্ট্রেলিয়া। ভারতের হয়ে এই বিশ্বকাপে উজ্জ্বল নক্ষত্রে রূপ নেওয়া ডানহাতি ব্যাটার হাফ সেঞ্চুরিও করেন। তার বিদায়ের পর থেকে আর উঠে দাঁড়াতে পারেনি স্বাগতিকরা। থামতে হয়েছে ২৪০ রানে।
ডেথ ওভারে দুর্দান্ত বোলিং করে অস্ট্রেলিয়া। শেষ ১০ ওভারে ৪৩ রানের বিনিময়ে শেষ পাঁচ উইকেট হারায় ভারত।
স্টার্ক ১০ ওভারে ৫৫ রান দিয়ে সর্বোচ্চ তিন উইকেট নেন। দুটি করে পান জশ হ্যাজেলউড ও কামিন্স।
সংক্ষিপ্ত স্কোর: অস্ট্রেলিয়া ৪৩ ওভারে ২৪১/৪ (লাবুশেন ৫৮*, ম্যাক্সওয়েল ২*, হেড ১৩৭, স্মিথ ৪, মার্শ ১৫, ওয়ার্নার ৭)
ভারত ৫০ ওভারে ২৪০/১০ (সিরাজ ৯*, কুলদীপ ১০, বুমরা ১, সূর্যকুমার ১৮, শামি ৬, রাহুল ৬৬, জাদেজা ৯, গিল ৪; রোহিত ৪৭, আইয়ার ৪, কোহলি ৫৪)
ম্যাচসেরা: ট্র্যাভিস হেড- ১৩৭। সিরিজ সেরা: বিরাট কোহলি- ৭৬৫ রান।
Discussion about this post