খেলাধূলা ডেস্ক
পিতা-পুত্র দুজনেরই বিশ্বকাপ জয় ভারতের মাটিতে। ৩৬ বছর আগে কলকাতার ইডেন গার্ডেন্সে ইংল্যান্ডকে হারিয়ে ট্রফি উদযাপন করেছিলেন জিওফ মার্শ।এবার তার ছেলে মিচেল মার্শ সেই ভারতেরই আহমেদাবাদের নরেন্দ্র মোদী স্টেডিয়ামে ট্রফি উঁচিয়ে ধরলেন।
ওয়ানডে বিশ্বকাপ জয়ের কীর্তিতে বাবার সঙ্গে নাম লেখানোর স্বপ্নটা পূরণ হয়েছে মিচেল মার্শের। এযেন স্বপ্নের চেয়েও বেশী!
১৯৮৭ সালে দেশের হয়ে ওয়ানডে বিশ্বকাপ জিতেছিলেন বাবা জিওফ মার্শ। দেশের হয়ে ৫০টি টেস্ট এবং ১১৭টি ওয়ানডে খেলেছেন এই ওপেনার।
তাই পিতা পুত্রের এই বিরল রেকর্ডে বাড়তি আনন্দ যোগ করেছে ভক্তদের মনে ! অন্যদিকে মিচেল এবারের বিশ্বকাপে সেরা দশ ব্যাটারের মধ্যেও একজন। তার রান সংখ্যা ৪৪১।
মজার বিষয় হচ্ছে, দুই দলের এই মহারণ যে হবে, সেটা আগে থেকেই অনুমান করেছিলেন অজি অলরাউন্ডার মিচেল মার্শ। এমনকি ফাইনালে কে কত রান করবে সেটিরও ভবিষ্যদ্বাণী করেছিলেন তিনি।
বিশ্বকাপ ফাইনালের আগে তিনি ভবিষ্যদ্বাণী করেছিলেন। জানিয়েছিলেন, ফাইনালে ভারতকে গুঁড়িয়ে দেবেন। প্রথমে ব্যাট করে তারা ৪৫০ রান করবেন। তার পর ভারতকে ৬৫ রানে অল আউট করে দেবেন। পুরোটা না ফললেও কাজের কাজটাতো হলো, তার ওপর বাপবেটার দুর্লভ কীর্তি!
Discussion about this post