খেলাধূলা ডেস্ক
ভারতকে অশ্রুসিক্ত করে বিশ্বকাপের শিরোপা জিতেছে অস্ট্রেলিয়া। স্বাগতিকদের ৬ উইকেটে হারিয়ে ষষ্ঠবারের মতো বিশ্বজয় করেছে অসিরা।
৪৮ ম্যাচের এই দীর্ঘ আয়োজনে ক্রিকেটপ্রেমীরা উপভোগ করেছেন বেশকিছু দুর্দান্ত ইনিংস।
বিশ্বকাপ ২৩ আসরের শীর্ষ দশ বোলার :
মোহাম্মদ শামি (ভারত) ২৪ উইকেট
অ্যাডাম জাম্পা (অস্ট্রেলিয়া) ২৩ উইকেট
দিলশান মধুশঙ্কা (শ্রীলংকা) ২১ উইকেট
জেরাল্ড কোয়েৎজে (দক্ষিণ আফ্রিকা) ২০ উইকেট
জাসপ্রিত বুমরাহ (ভারত) ২০ উইকেট
শাহিন শাহ আফ্রিদি (পাকিস্তান) ১৮ উইকেট
মার্কো জানসেন (দক্ষিণ আফ্রিকা) ১৭ উইকেট
মিচেল স্যান্টনার (নিউজিল্যান্ড) ১৬ উইকেট
হারিস রউফ (পাকিস্তান) ১৬ উইকেট
বাস ডি লিড (নেদারল্যান্ডস) ১৬ উইকেট
রবীন্দ্র জাদেজা (ভারত) ১৬ উইকেট
মিচেল স্টার্ক (অস্ট্রেলিয়া) ১৬ উইকেট
জস হ্যাজেলউড (অস্ট্রেলিয়া) ১৬ উইকেট।
বিশ্বকাপ ২৩ আসরের শীর্ষ দশ ব্যাটার:
বিরাট কোহলি (ভারত) ৭৬৫ রান
রোহিত শর্মা (ভারত) ৫৯৭
কুইন্টন ডি কক (দক্ষিণ আফ্রিকা) ৫৯৪
রাচিন রবীন্দ্র (নিউজিল্যান্ড) ৫৭৮
ড্যারিল মিচেল (নিউজিল্যান্ড) ৫৫২
ডেভিড ওয়ার্নার (অস্ট্রেলিয়া) ৫৩৫
শ্রেয়শ আইয়ার (ভারত) ৫৩০
কে এল রাহুল (ভারত) ৪৫২
রাসি ফন ডার ডুসেন (দক্ষিণ আফ্রিকা) ৪৪৮
মিচেল মার্শ (অস্ট্রেলিয়া) ৪৪১।
Discussion about this post