ক্রীড়া ডেস্ক
বাংলাদেশ জাতীয় ক্রিকেট দলের অন্যতম ওপেনার তামিম ইকবাল। ক্যারিয়ারের ভালো ও খারাপ সময় দু’টোই দেখেছেন। চাপ থেকে মুক্ত হয়ে কিভাবে ঘুরে দাড়াতে হয় সেটা বেশ ভালো করেই জানেন বাংলাদেশ দলের অভিজ্ঞ এ ব্যাটসম্যান।
শুক্রবার (মে ৮) রাতে ফেসবুকে নিজের অফিসিয়াল পেজে পেসার তাসকিন আহমেদ ও রুবেল হোসেনের সঙ্গে লাইভে তামিম জানিয়েছেন তার ক্যারিয়ারের টার্নি পয়েন্ট কোথায় ছিল। তিনি জানিয়েছেন, কোচ জেমি সিডন্সের অধীনে খেলার সময়ই তার ক্যারিয়ারটা ধীরে ধীরে পরিবর্তন হয়েছে।
তামিম বলেন, ‘আমার ক্যারিয়ারের শুরটা ভালো হয়েছিল। ২০০৭ বিশ্বকাপে ভারতের বিপক্ষে ভালো খেলেছিলাম। এরপর লম্বা সময় ভালো আর খেলিনি। দলে জায়গা পাওয়ার মতো খেলেছি, কিন্তু ভালো কোনো ইনিংস খেলতে পারিনি। এরপর জেমি সিডন্স যখন এলো কোচ হয়ে তখন আমার ক্যারিয়ারটা পরিবর্তন হয়েছে। আমি যখন ওর কাছ থেকে কাজ করা শুরু করলাম, আমার যত সীমাবদ্ধতা ছিলো সেটা কাটিয়ে উঠে স্ট্রোক আরও বাড়ালাম, দুর্বলতা নিয়ে কাজ করলাম। যতদিন তার অধীনে কাজ করেছি উন্নতি করেছি। আমার ক্যারিয়ারে টানিং পয়েন্ট ছিলো ওটা।’
Discussion about this post