খেলাধূলা ডেস্ক
মরুর বুকে বার্সেলোনাকে গোলবন্যায় ভাসিয়ে স্প্যানিশ সুপার কাপ জিতে নিয়েছে চিরপ্রতিদ্বন্দ্বি রিয়াল মাদ্রিদ। কিং সাউদ ইউনিভার্সিটিতে ভিনিসিয়াস জুনিয়রের হ্যাটট্রিকে কাতালানদের ৪-১ গোলে উড়িয়ে দিয়েছে লস ব্ল্যাঙ্কোরা।
বছরের প্রথম এল ক্লাসিকোর বয়স তখন সবে দশ মিনিট, ততক্ষণে দুটো গোল করে রিয়াল মাদ্রিদ-কে এগিয়ে দিয়েছিলেন ভিনিসিয়াস। ম্যাচের ১০ মিনিটেই জোড়া গোল করে বার্সাকে চাপে ফেলে দেয় ভিনিসিয়াস জুনিয়র। তারপরেই জমে ওঠে ম্যাচ। ৩৩ মিনিটে রিয়ালের শক্তিশালী রক্ষণকে ফাঁকি দিয়ে রবার্ট লেভানডস্কির গোলে সমতায় ফেরে বার্সা।
আরও পড়ুন : পরিসংখ্যান নয় ভালোবাসারই জয়, ফিফা দ্য বেস্ট হলেন মেসি !
তবে ফার্স্টহাফ শেষ হওয়ার আগেই ম্যাচের ৩৯ মিনিটে পেনাল্টি থেকে গোল করে হ্যাটট্রিক করে ফেলেন ভিনি। ৩-১ ব্যবধানে এগিয়ে যায় কার্লো আনচেলত্তির দল। ৬৪ মিনিটে রদ্রিগো গোলে জয় আরও নাগালে নিয়ে আসে রিয়াল।
রিয়ালের ৪-১ গোলের ব্যবধান আর কমাতে পারেনি বার্সা। এর সাত মিনিট পর আরাজাও লালকার্ড দেখলে তো আরও দুর্বল হয়ে যায় জাভির শিষ্যরা। ফলে বড় ব্যবধানে জিতেই স্প্যানিশ সুপার কাপের ফাইনালে জিতে শিরোপা ঘরে তোলে রিয়াল। বার্সেলোনার একমাত্র গোলটি করেন রবার্ট লেওয়ানডোস্কি।
প্রথম সেমিফাইনালে জিতে শিরোপার মঞ্চে উঠেছে রিয়াল। পরদিনই ওসাসুনাকে হারিয়ে ফাইনালে পা দেয় বার্সা। ২০২০ সাল থেকে মৌসুম থেকে নতুন আঙ্গিকে চার দল নিয়ে হচ্ছে স্প্যানিশ সুপার কাপ। গত আসরে ফাইনালে কার্লো আনচেলত্তির দলকে হারিয়ে প্রতিযোগিতার রেকর্ড ১৪তম শিরোপা জিতেছিল বার্সেলোনা।
তিনদিন আগেই ফাইনালকে সামনে রেখে দলকে তাঁতিয়ে তুলতে মোটা অঙ্কের অর্থ পুরস্কারের ঘোষণা দিয়েছেন লস ব্লাঙ্কোসদের সভাপতি ফ্লোরেন্তিনো পেরেজ।জিততে পারলেই খেলোয়াড়রা বোনাস হিসেবে পাবেন ৪০ লাখ ইউরো। যা বাংলাদেশি মুদ্রায় ৪৮০ কোটি টাকা।
Discussion about this post