শিক্ষার আলো ডেস্ক
গত ২৭ জানুয়ারী ২০২৪ ইং, শনিবার, সরকারী হাজি মোহাম্মদ মহসিন কলেজ মাঠে অনুষ্ঠিত হয়ে গেলো চট্টগ্রাম ল্যাবরেটরী স্কুল এন্ড কলেজ কর্তৃক আয়োজিত বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠান ২০২৪ ।
এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন অত্র স্কুল পরিচালনা পরিষদের সভাপতি, রিমা ট্রাস্টের ভাইস চেয়ারম্যান গোলাম হোসেন। সভাপতিত্ব করেন হাবিব রহমত উল্লাহ, অধ্যক্ষ, চট্টগ্রাম ল্যাবরেটরী স্কুল এন্ড কলেজ। অনুষ্ঠান সঞ্চালন করেন উপাধ্যক্ষ মোহাম্মদ সিকান্দার মেহেদী। পুরস্কার ঘোষণা ও ধারা বর্ণনা করেন যথাক্রমে সহকারী শিক্ষক বিনতে শফি হুসনা খানম ও শবনম মুস্তারী। ইভেন্ট পরিচালনা করেন সহকারী শিক্ষক শামীম উদ্দিন সাথে ছিলেন এহসান মোহাম্মদ ফরহাদ ও হুমায়ুন কবির। এছাড়া সম্মানিত শিক্ষকবৃন্দ বিভিন্ন ইভেন্টে বিচারকের দায়িত্ব পালন করেন।
অনুষ্ঠানের শুরুতে স্কাউটদের পরিবেশনায় মার্চপাস্ট ও বিশেষ শারীরিক কসরত উপস্থিত দর্শকদের মুগ্ধ করে।খেলার মধ্যে ছিলো , ৫০ ও ১০০ মিটার দৌড়,বিস্কুট দৌঁড়,মার্বেল দৌঁড়,সুঁইসূতা দৌড়,মার্বেল দৌঁড় মোরগ লড়াই,দড়ি লাফ, ব্যাঙ লাফ, গোলক নিক্ষেপ, হাই জাম্প, লং জাম্প, ইত্যাদি বিভিন্ন খেলায় অংশগ্রহণ করে ক্ষুদে ক্রীড়াবিদরা চরম উৎসাহে। সবচেয়ে আকর্ষণীয় ইভেন্ট ছিলো যেমন খুশী তেমন সাজো ।
এই পর্বে বংগবন্ধু, বেগম রোকেয়া, মুক্তিযোদ্ধা, ডাক্তার, সেনা কমান্ডো,স্পাইডারম্যান,পুলিশ অফিসার, নববধূ, ক্রিকেটার সকলে সমবেত হয় একই মঞ্চে! বিশেষ করে ছোট্ট বংগবন্ধু সবাইকে আবেগতাড়িত করে।বিচারকদের প্রশ্নের মজার মজার সব উত্তর দিয়ে পুরস্কার বাগিয়ে নেয় প্রতিযোগীরা।উপস্থিত অভিভাবক ও দর্শকগণ দারুণ উপভোগ করেন বর্ণাঢ্য এই ক্রীড়া আয়োজন।
প্রধান অতিথি তাঁর বক্তব্যে বলেন, খেলাধূলা যারা করে তারা যেমন আনন্দিত হয় তেমনি যারা দেখেন তারাও উপভোগ করেন।শারীরিক ও মানসিক বিকাশে খেলাধূলার কোন বিকল্প নেই।খেলাধূলা কিশোর তরুণদের মাদক এবং অনৈতিক কাজ থেকে বিরত রাখে।তাই এর চর্চা বাড়াতে হবে।
সভাপতি অধ্যক্ষ হাবিব রহমত উল্লাহ বলেন,খেলাধূলা সহশিক্ষা কার্যক্রমসমূহের মধ্যে সবচেয়ে গুরুত্বপূর্ণ।এর মাধ্যমে শরীরের সাথেসাথে তার যে মানসিক বিকাশ লাভ ঘটে তাই তার লেখাপড়ার অগ্রগতিতে ইতিবাচক ভূমিকা রাখে।তাই আমরা সবসময় খেলাধূলা ওশরীরচর্চার উপর বিশেষ গুরুত্ব দিয়ে থাকি।
সবশেষে বিভিন্ন ইভেন্টে বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণের মধ্য দিয়ে উক্ত অনুষ্ঠানের সমাপ্তি ঘটে।
Discussion about this post