ক্রীড়া ডেস্ক
মুশফিকের ব্যাটের নিলাম হবে ছয়দিন ধরে। এর মধ্যে এখনও বাকি আছে দুই দিন। তাতেই ৪০ লাখ টাকা উঠেছে বাংলাদেশের হয়ে মুশফিকের ২০১৩ সালে প্রথম টেস্ট ডাবল সেঞ্চুরির ব্যাট। এর মধ্যেই সাকিব আল হাসানের ব্যাটকে টেক্কা দিল মুশফিকুর রহিমের ব্যাট।
করোনাভাইরাসের প্রাদুর্ভাবে দেশের মানুষের পাশে দাঁড়াতে ক্রীড়া অঙ্গনের ব্যক্তিদের তাদের ক্রীড়া সামগ্রী নিলামে তোলার আহ্বান জানান সাকিব। সেই আহ্বানে সাড়া দেন মুশফিক-মাশরাফিরা। সাকিবও তার ইংল্যান্ডে বিশ্বকাপে দুর্দান্ত খেলা ব্যাটটা নিলামে তুলে ২০ লাখ টাকায় বিক্রি করেন। মুশফিকের ব্যাটের দাম এরই মধ্যে তার ডাবল হয়ে গেছে।
অনলাইনভিত্তিক বাণিজ্যিক ওয়েবসাইট পিকাবুতে মুশফিকের ব্যাটটি নিলামে তোলা হয়েছে। নিলামের দাম সংক্রান্ত বিষয়গুলো দেখছে পিকাবুই । প্রতিষ্ঠানটির প্রধান নির্বাহী মুরিন তালুকদার জানিয়েছেন , ‘যে দামটি দৃশ্যমান সেটি ঠিক নাও হতে পারে। অনেক ভুয়া ব্যক্তিরা অনলাইনে এসে দাম হাঁকাচ্ছে। ফলে সঠিক দাম যাচাই করতে পারছি না। আমরা যাচাই বাচাই করে সঠিক দামটিই অনলাইনে দৃশ্যমান করে দিব। এর জন্য আমরা একটু সময় নিব।’
এছাড়া নিলামে মাশরাফির ক্যাপের ভিত্তি মূল্য ছিল ১ লাখ টাকা। যার দাম উঠেছে ১ লাখ ৪০ হাজার টাকা পর্যন্ত। ভারতের বিপক্ষে নাঈম শেখের ৮১ রানের ইনিংস খেলা ব্যাটটির দাম উঠেছে ১ লাখ ২৮ হাজার টাকা। এছাড়া যুব বিশ্বকাপ জেতানো অধিনায়ক আকবর আলীর জার্সি ও গ্লাভসের ভিত্তি মূল্য ছিল ১ লাখ টাকা। এ পর্যন্ত দাম উঠেছে ১ লাখ ৩০ হাজার টাকা।
Discussion about this post