বিনোদনডেস্ক
অনলাইনে রিয়েলিটি শো’র মাধ্যমে আগামীর অভিনয়শিল্পী বাছাই শুরু করতে যাচ্ছেন নির্মাতা শিহাব শাহীন, মিজানুর রহমান আরিয়ান এবং অভিনয়শিল্পী জিয়াউল ফারুক অপূর্ব, আফরান নিশো ও মেহজাবীন চৌধুরী। শিল্পী বাছাইয়ের বিচার কাজ সঙ্গে যুক্ত থাকবেন এই পাঁচ অভিনয়শিল্পী ও নির্মাতা। সম্প্রতি লকডাউনে ভিডিও আড্ডায় বসে তারা এ পরিকল্পনা করেছেন বলে জানান। অনলাইন এ রিয়েলিটি শোর নাম দিয়েছেন ‘রাইজিং স্টার’।
আয়োজকরা আরও জানান, প্রতিযোগীদের পাঠানো ক্লিপগুলো থেকে বাছাই করে তারা প্রাথমিক একটি তালিকা তৈরি করবেন। সেগুলো প্রকাশ করা হবে রাইজিং স্টার বাংলাদেশ নামের ফেসবুক পেজে। সেখান থেকে দর্শকদের ভালোলাগা, সর্বোচ্চ লাইক, কমেন্ট, শেয়ার ও পাঁচ বিচারকের সম্মিলিত নম্বরে নির্বাচন করা হবে দুই জোড়া (ছেলে ও মেয়ে) বিজয়ীকে। বিজয়ীরা পাবেন শিহাব শাহীন ও মিজানুর রহমান আরিয়ানের নির্মাণে দুটি নাটকের কেন্দ্রীয় চরিত্রে অভিনয়ের সুযোগ।
সিএমভির প্রযোজনায় বিশেষ এই দুটি প্রজেক্টের সরাসরি তত্ত্বাবধানে থাকবেন তিন অভিনয়শিল্পী অপূর্ব, আফরান নিশো ও মেহজাবীন চৌধুরী। এতে অংশ নিতে হলে প্রতিযোগীকে অভিনয় করতে হবে শিহাব শাহীন বা মিজানুর রহমান আরিয়ান পরিচালিত এবং অপূর্ব বা আফরান নিশো বা মেহজাবীন অভিনীত যে কোনো নাটক বা টেলিছবির দৃশ্য অনুকরণ করে। সেই ভিডিও ক্লিপ ধারণ করে পাঠাতে হবে নির্দিষ্ট ই-মেইলে। ভিডিও ক্লিপ পাঠানো যাবে ২৫ জুন পর্যন্ত।
২৬ জুন থেকে দ্রুত সময়ের মধ্যে এগুলো বিচার-বিশ্নেষণ করে চূড়ান্ত সিদ্ধান্ত নেবেন পাঁচ বিচারক। ‘রাইজিং স্টার’ প্রতিযোগিতার পরিকল্পনাকারী ও বিচারক নির্মাতা শিহাব শাহীন জানান, লকডাউনকে কাজে লাগানোর উত্তম উপায় খুঁজতে গিয়ে বিষয়টি মাথায় আসে। এরপরই দ্রুত সিদ্ধান্ত নিই এ রিয়েলিটি শোর। শিল্পী খোঁজা ছাড়া এখানে আমাদের ভেতরে আর কোনো বাণিজ্যিক পরিকল্পনা নেই।’
Discussion about this post