অনলাইন ডেস্ক
করোনাভাইরাস সংক্রমণ হতে পারে পায়ের জুতা থেকেও। তাই ঘরে ফিরে জুতা জীবাণুমুক্ত করা জরুরি।
জেনে নিন কীভাবে জুতা জীবাণুমুক্ত করবেন–
১. ঘরে ও বাইরে ব্যবহারের জন্য আলাদা জুতা রাখুন। এ ছাড়া বাইরে পরার জন্য কয়েক জোড়া জুতা রাখলে ভালো হয়।
২. বাইরে থেকে ফিরে দরজার বাইরে রাখুন জুতা। এ সময় নিরাপত্তার জন্য জুতার সেলপ দরজার বাইরে রাখাই ভালো।
৩. খালি হাতে জুতা না খুলে গ্লাভস ব্যবহার করুন। এর পর গ্লাভস খুলে হাত ধুয়ে নিন।
৪. এ সময় দরজার সামনে জীবাণুনাশক ফুট ম্যাট রাখুন। এই ম্যাটে জীবাণুমুক্ত করে নিন জুতার নিচের অংশ।
৫. জুতায় জীবাণুনাশক স্প্রে করে পুরনো তোয়ালে দিয়ে মুছে নিন। এর পর র্যা কে রাখুন।
৬. সপ্তাহে একবার ভিনেগার ও বেকিং সোডার পানি দিয়ে কাপড়ের জুতা পরিষ্কার করতে পারেন। ভিনেগার ও বেকিং সোডার পানিতে কাপড়ের জুতা ভিজিয়ে রেখে পরিষ্কার করুন। চামড়ার জুতা হলে সাবানপানিতে ভিজিয়ে রাখুন।
Discussion about this post