বিনোদনডেস্ক
চিরনিদ্রায় শায়িত হলেন বাংলা ছায়াছবির মেলোডি কিং এন্ড্রু কিশোর। ক্রিসমাস গাছের ছায়াতলে মায়ের পাশে তাকে সমাহিত করা হয়।
বুধবার (১৫ জুলাই) বেলা ১১টা ৩৫ মিনিটে তাকে রাজশাহী নগরীর সিএন্ডবি মোড় থেকে দক্ষিণে কিছু দূর এগিয়ে সার্কিট হাউজের বিপরীত দিকে অবস্থিত খ্রিস্টিয়ান কবরস্থানে তাকে সমাহিত করা হয়।
এ সময় স্থানীয় গণ্যমান্য ব্যক্তিসহ অনেকে উপস্থিত হন। ঢাকা থেকে ছুটে গিয়েছিলেন বাংলাদেশ চলচ্চিত্র শিল্পী সমিতির সাধারণ সম্পাদক জায়েদ খান, অভিনেতা জয় চৌধুরীসহ অনেকে।
এর আগে কিংবদন্তি এই শিল্পীকে রাজশাহী মেডিক্যাল কলেজ হাসপাতালের হিমঘর থেকে সরাসরি সিটি চার্চে নিয়ে যাওয়া হয়। সেখানে ধর্মীয় আচার অনুষ্ঠান শেষে বরেণ্য এই সংগীত শিল্পীকে বিদায় জানানো হয়।
তবে এদিন সবার শ্রদ্ধা নিবেদনের জন্য আগে তার মরদেহ নিয়ে যাওয়ার কথা ছিল রাজশাহী বিশ্ববিদ্যালয় ও রাজশাহী কলেজে। কিন্তু করোনা পরিস্থিতি ও বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষের অনাগ্রহের কারণে সে সিদ্ধান্ত বাতিল করে পরিবার।
সিঙ্গাপুরে দীর্ঘ ৯ মাস চিকিৎসা শেষে গেল ১১ জুন দেশে ফেরেন এন্ড্রু কিশোর। এরপর ঢাকায় কিছুদিন অবস্থান করে ফিরে যান রাজশাহীতে। পরে গত ৬ জুলাই সন্ধ্যায় সেখানেই উপমহাদেশের এই কিংবদন্তি কণ্ঠশিল্পী শেষ নিঃশ্বাস ত্যাগ করেন।
উল্লেখ্য, অস্ট্রেলিয়াতে শিল্পীর ছেলে ও মেয়ে লেখাপড়া করেন। তাদের বাবা মারা যাওয়ার পর গত বৃহস্পতিবার ছেলে সপ্তক ও ১৩ জুলাই মেয়ে সঙ্গা দেশে ফিরে আসেন বাবাকে সমাহিত করার জন্য।
Discussion about this post