অভিনয় জগতের উজ্জ্বল নক্ষত্র নায়করাজ রাজ্জাক। ২০১৭ সালের এই দিনে বিদায় নেন তিনি। এই মহানায়ককে নিয়ে স্মৃতিচারণ করেছেন বরেণ্য দুই অভিনেত্রী শাবানা ও ববিতা
শাবানা
অভিনয় থেকে শুরু করে ব্যক্তিগত বিপদ-আপদ, পারিবারিক আয়োজন- সবকিছুতেই তার অংশগ্রহণ ছিল। সেই প্রিয় মানুষটি আমাদের মাঝে নেই- এটা ভাবতেই পারি না। এখনও চোখে ভাসে ২০১৫ সালের জাতীয় চলচ্চিত্র পুরস্কার প্রদান অনুষ্ঠানের কথা। আমাকে দেখেই তার মুখের হাসি প্রসারিত হয়ে উঠেছিল। ঠিক যেন বহুদিন পর পরিবারের কেউ ফিরে এসেছে- এমন ছিল তার চোখমুখের ভাষা। অনেকদিন প্রবাসে থাকার কারণে আমার সঙ্গে দেখা হয়নি। যে জন্য প্রিয়শিল্পী, ভাই ও বন্ধু নায়করাজের দেখা পেয়ে আমিও ভীষণ খুশি হয়েছিলাম। আমাকে দেখামাত্রই তার বাসায় দাওয়াত করে বসেছিলেন। বলেছিলেন, ‘এবার কিন্তু বাসায় না গেলেই নয়।’ আমিও বলেছিলাম, ‘অল্প সময়ের জন্য দেশে এসেছি, তার পরও চেষ্টা করব বাসায় যাওয়ার। কিন্তু চেষ্টা করেও তার বাসায় শেষমেশ যাওয়া হয়ে ওঠেনি। তখনও যদি জানতাম, দেশীয় চলচ্চিত্রের এই দিকপালের সঙ্গে আর দেখা হবে না, প্রাণখুলে গল্প-আড্ডায় মেতে ওঠার সুযোগও হারিয়ে যাবে, তাহলে যেভাবেই হোক একবারের জন্য হলেও দেখা করতে যেতাম। এখন এটা ভেবে মন খারাপ হয়। তবুও বাস্তব মেনে নিয়ে নায়করাজ পরপারে শান্তিতে থাকুন- এই প্রার্থনা করি।
ববিতা
আমি চিরকাল গর্বের সঙ্গে বলেছি, রাজ্জাক ভাই আমার অতি আপনজন। আমার অভিনয় জীবনের অভিভাবক। এ জন্য কাজের বিষয়ে তার পরামর্শ সবসময় মেনে চলেছি।
তার নির্দেশ মানতে গিয়ে আবিস্কার করেছি, আমাদের মধ্যে অনেক মিল আছে। পছন্দ-অপছন্দের বিষয়ে আমাদের চিন্তাভাবনা ছিল প্রায় একই রকম। আরেকটা মিল হলো, আমরা দু’জনই ছোট চরিত্র দিয়ে চলচ্চিত্রে যাত্রা শুরু করেছিলাম। নিষ্ঠার সঙ্গে কাজ করে দর্শকের সাড়া পেতেও খুব বেশি সময় লাগেনি। তার ছত্রছায়ায় থেকে নিজেকে গড়েছি বলেই হয়তো এতটা পথ পাড়ি দিতে পেরেছি। আমার মতো অনেকে তার স্নেহ-ছায়ায় বেড়ে উঠেছেন। জেনেছেন, পেশাদার শিল্পী হতে হলে কীভাবে নিজেকে গড়ে তুলতে হয়। এ জন্য রাজ্জাক ভাইকে আমি অভিনয়ের একটি অনন্য প্রতিষ্ঠান বলে থাকি। আরও অনেক গুণ ছিল রাজ্জাক ভাইয়ের, যা বলে শেষ করা যাবে না। সত্যিই তার তুলনা চলে কেবল তার সঙ্গেই। যে কারণে তার শূন্যতা কখনও পূরণ হবে না। তাই তো শঙ্কা রাজাহীন রাজ্য নিয়ে। আজ নায়করাজ আমাদের মাঝে নেই! কে শেখাবেন দীর্ঘপথ পাড়ি দেওয়ার মন্ত্র? এই প্রশ্নের উত্তর দেওয়া কারও পক্ষেই সহজ নয়। তাই আমার চাওয়া কেবল একটিই- কিংবদন্তি এই অভিনেতার দেখানো পথ ধরেই যেন আমরা চলি।
Discussion about this post