বিনোদনডেস্ক
জাতীয় কবি কাজী নজরুল ইসলামের ৪৪তম প্রয়াণ দিবস ১২ ভাদ্র (২৭ আগস্ট, ২০২০)। যথাযোগ্য মর্যাদায় গভীর শ্রদ্ধা আর ভালোবাসায় কবিকে স্মরণ করতে ছোট পর্দায় থাকছে নানা আয়োজন।
কাজী নজরুল ইসলামের প্রয়াণ দিবস উপলক্ষে তার ‘ঝিলিমিলি’ নাটক অবলম্বনে নির্মিত হয়েছে ‘পূবের জানালা রুদ্ধ’। প্রশান্ত অধিকারীর চিত্রনাট্য ও পরিচালনায় এতে অভিনয় করেছেন আজাদ আবুল কালাম, লাবণ্য লিজা, রহমত আলী, লায়লা হাসান প্রমুখ।
নাটকটির গল্পে দেখা যাবে, বাউণ্ডুলে কবি হাবিব আর মির্জা বাড়ির মেয়ে ফিরোজা একজন আরেকজনকে ভালোবাসেন। হাবিব বিএ পাশ করতে পারেনি। কবিতা লেখে, বাঁশি বাজায়। এজন্য মির্জা সাহেব হাবিবকে পছন্দ করেন না। ফিরোজাকে জানিয়ে দেন হাবিব বিএ পাশ না করা পর্যন্ত তার সঙ্গে বিয়ে হবে না।
হঠাৎ জানা যায় ফিরোজা দুরারোগ্য ব্যাধিতে আক্রান্ত। তার সময় ঘনিয়ে এসেছিল। হাবিবের বাঁশির সুর শোনা যায় বলে মির্জা সাহেব ফিরোজার ঘরের পূর্ব পাশের জানালাটা সবসময় বন্ধ করে রাখেন। মৃত্যু শয্যায় থাকা ফিরোজা বাবাকে অনুরোধ করে শেষবারের মত জানালাটা খুলে দিতে!
বৃহস্পতিবার (২৭ আগস্ট) কাজী নজরুল ইসলামের প্রয়াণ দিবসে বিশেষ নাটক ‘পূবের জানালা রুদ্ধ’ মাছরাঙা টেলিভিশনে রাত ৮ টায় প্রচার হবে।
Discussion about this post