বিনোদন ডেস্ক
ভারতীয় টেলিভিশন চ্যানেল জি বাংলার জনপ্রিয় রিয়েলিটি শো ‘মীরাক্কেল’-এর দশম আসর শুরু হচ্ছে ১১ অক্টোবর। নতুন বিচারক নিয়ে এরই মধ্যে শুটিং শুরু হয়েছে অনুষ্ঠানটির। প্রতিবার বাংলাদেশের বেশ কিছু প্রতিযোগী অংশ নেওয়ায় বাংলাদেশেও বেশ জনপ্রিয় ‘মীরাক্কেল’।
কমর উদ্দিন আরমান বলেন, ‘এবার প্রাথমিক অডিশনে বাংলাদেশ থেকে ১২ প্রতিযোগী নির্বাচিত হয়েছিলেন। কলকাতায় গিয়ে পরের ধাপে টিকে ছিলেন পাঁচ থেকে ছয়জনের মতো, যাঁদের অংশ নেওয়ার কথা ছিল এবারের আয়োজনে। কিন্তু কলকাতা থেকে দেশে ফেরার পর তাঁরা আর অংশ নিতে পারছেন না। তাই করোনার কারণে এবার কোনো বাংলাদেশি ছাড়াই অনুষ্ঠিত হতে যাচ্ছে মীরাক্কেল।’
এর আগে গেল বছরের ২৭ সেপ্টেম্বর ঢাকার গুলশানে অনুষ্ঠিত হয়েছিল ‘মীরাক্কেল’-এর দশম আসরের বাংলাদেশ পর্বের অডিশন।
শুভঙ্কর চট্টোপাধ্যায়ের পরিচালনায় অনুষ্ঠিত হয় ‘মীরাক্কেল আক্কেল চ্যালেঞ্জার’ শিরোনামে জনপ্রিয় রিয়েলিটি শোটি। অনুষ্ঠানটি উপস্থাপনা করেন জনপ্রিয় উপস্থাপক মীর আফসার আলী।
প্রতিবার মূল পর্বগুলোতে শ্রীলেখা মিত্র, রজতাভ দত্ত ও পরান বন্দ্যোপাধ্যায় বিচারকের দায়িত্ব পালন করলেও এবার থাকছেন না তাঁদের কেউ। এবারের আয়োজনে নতুন বিচারক হিসেবে যোগ দিয়েছেন জনপ্রিয় চিত্রনায়িকা পাওলি দাম ও সায়ন্তিকা বন্দ্যোপাধ্যায়, যা নিয়ে তৈরি হয়েছে বিতর্ক। এ ছাড়া এবার উপস্থাপক মীরের সঙ্গে থাকবেন অভিনেতা বিশ্বনাথ বসু ও কাঞ্চন মল্লিক।
Discussion about this post