বিনোদন ডেস্ক
গিটারের জাদুকর আইয়ুব বাচ্চুর ২৭২টি গান সরকারিভাবে সংরক্ষণ করা হয়েছে। গড়ে তোলা হয়েছে ডিজিটাল আর্কাইভ। তৈরি করা হয়েছে ওয়েবসাইট ও ইউটিউব চ্যানেল। এতে থাকবে কিংবদন্তি এই শিল্পীর কনসার্টের ভিডিও এবং দুর্লভ মুহূর্তের ছবি।
গতকাল শনিবার দুপুরে গণমাধ্যমে বিষয়টি নিশ্চিত করেছেন কপিরাইট রেজিস্ট্রার জাফর রাজা চৌধুরী।
২০১৮ সালের ১৮ অক্টোবর প্রয়াত হন এলআরবি ব্যান্ডের দলনেতা শিল্পী আইয়ুব বাচ্চু। মৃত্যুর আগে নিজের গানগুলোর কপিরাইট করেছিলেন তিনি। কপিরাইট অফিস জানায়, শিল্পীদের মধ্যে বাংলাদেশের প্রথম ই-কপিরাইট আবেদনকারী আইয়ুব বাচ্চু। নিবন্ধনের দুই বছরের মাথায় হঠাৎ করেই তিনি চলে যান। তবে জীবিত থাকা অবস্থায় তাঁর ২৭টি অ্যালবাম কপিরাইট করে গেছেন তিনি, যার মধ্যে ৯০ থেকে ৯৫ শতাংশ গানের গীতিকার, সুরকার ও কণ্ঠশিল্পী তিনি। সেসবের ২৭২টি গান সরকারি উদ্যোগে সংরক্ষণের খবর আইয়ুব বাচ্চুর মৃত্যুর দুই বছর পূর্তির ঠিক আগমুহূর্তে জানিয়েছে কপিরাইট অফিস।
Discussion about this post