বিনোদন ডেস্ক
সময়ের নন্দিত সংগীতশিল্পী জিনিয়া জাফরিন লুইপা যেভাবে ২০২০ পরিকল্পনা অনুযায়ী যাওয়ার কথা ছিল, করোনার কারণে সেভাবে যাওয়া হয়ে ওঠেনি। নানান প্রতিবন্ধকতা, স্টেজ শোবিহীন সময় কেটেছে তার।
তাই বছরের প্রায় পুরোটাজুড়ে মন খারাপের ছায়া থাকলেও বছরের শেষটায় এসে যেন তৃপ্তির হাসিটাই হেসেছিলেন তিনি।
ইংরেজি নতুন বছরের শুরু আজ। নতুন বছরের শুরুতে লুইপা জানান, ২০২১ সাল নিয়ে তার কোনোই পরিকল্পনা নেই। একটু একটু করেই নিজেকে এগিয়ে নিয়ে যাওয়ার চেষ্টা করবেন।
তবে বছরের প্রথম দিনটায় তার শুভারম্ভই হতে যাচ্ছে। বছরের প্রথম দিনে এনটিভিতে ‘ছুটির দিনের গান’ অনুষ্ঠান দিয়ে সকালটা ভালোভাবেই শুরু করেন তিনি। এর পর সন্ধ্যায় তিনি অংশ নেবেন গাজীপুরে একটি শোতে। সেখানে সংগীত পরিবেশন শেষে তিনি চলে যাবেন রাজশাহীতে। রাজশাহীতে একটি শোতে গান গাইবেন ২ জানুয়ারি।
এসব প্রসঙ্গে লুইপা বলেন,‘ ইংরেজি নতুন বছরের শুরুটা বেশ ভালোভাবেই হতে যাচ্ছে। সবাইকে ইংরেজি নতুন বছরের শুভেচ্ছা। করোনা পরিস্থিতির মধ্যে আমাদের সবাইকে নিরাপদে থাকতে হবে, সচেতন থাকতে হবে। গেল বছরটা আমাদের কারোরই ভালো যায়নি। তবে আমার প্রাপ্তি ছিল অনেক।’
লুইপা জানান, তার নিজস্ব ইউটিউব চ্যানেল জানুয়ারির প্রথম সপ্তাহেই প্রকাশ পাবে ফোক গান ‘নিশা লাগিলরে’ গানটি। এ ছাড়া সেলন মিউজিক লাউঞ্জে নতুন আরও একটি গান প্রকাশ পাবে তার। এদিকে ১৪ ডিসেম্বর অনুপম মিউজিকের ইউটিউব চ্যানেলে প্রকাশ পেয়েছে লুইপার কণ্ঠে কাভার সং ‘তুমি আমার এমনই একজন’ গানটি। গানটি লিখেছিলেন এবং সুর সংগীত করেছিলেন প্রয়াত আহমেদ ইমতিয়াজ বুলবুল।
Discussion about this post