বিনোদন ডেস্ক
১৭ জানুয়ারি বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে বসছে সিনেমার সবচেয়ে সম্মানজনক আসর। এদিন আনুষ্ঠানিকভাবে বিজয়ীদের হাতে তুলে দেওয়া হবে ‘জাতীয় চলচ্চিত্র পুরস্কার-২০১৯’ পদক।
শুধু পদক নয়, থাকছে জমকালো সাংস্কৃতিক অনুষ্ঠানও। আর এর পুরোটাই এবার মঞ্চে থেকে সরাসরি সামলাবেন দেশের অন্যতম ভার্সেটাইল অভিনেতা আনিসুর রহমান মিলন। সঙ্গে থাকছেন আশনা হাবিব ভাবনা।জাতীয় পদক প্রদানের এই বিশেষ আয়োজনটি সঞ্চালনার সুযোগ পেয়ে বেশ উচ্ছ্বসিত দুজনেই।
আনিসুর রহমান মিলন মনে করেন, ন্যাশনাল অ্যাওয়ার্ড প্রদানের অনুষ্ঠান মানে এর আর্কাইভ ভেল্যু অনেক।
দেশের অন্যতম এই চরিত্রাভিনেতা হাসপাতাল থেকে ফিরে সম্প্রতি একদিনের করে শুটিং করেছেন ‘মুক্তি’ ও ‘গাংচিল’ নামের দুটি ছবির। বাকি রয়েছে ‘ওস্তাদ’ ছবির কিছু কাজ। সেটিও দ্রুত শেষ করে সংশ্লিষ্টদের মুক্তি দিতে চাইছেন।
অন্যদিকে নতুন কাজ হাতে না নিলেও প্রচার চলতি ধারাবাহিকে সময় দেওয়ার চেষ্টা করছেন বিরতি নিয়ে। এরমধ্যে সম্প্রতি অংশ নিয়েছেন ‘চিটিং মাস্টার’, ‘গোলমাল’সহ কয়েকটি ধারাবাহিকে।
মিলন বললেন, ‘রেস্ট নিয়ে কাজ করছি। যে কাজগুলো না করলেই নয়। নতুন কাজ তো নেওয়া সম্ভব হচ্ছে না। আশা করছি শিগগিরই পুরোপুরি সুস্থ হয়ে উঠবো।’
আনিসুর রহমান মিলনের অভিনয় জীবন শুরু হয় ৯০ দশকে মঞ্চনাটকের মাধ্যমে। ২০০৪ সালে তিনি সালাউদ্দিন লাভলু পরিচালিত ‘রঙের মানুষ’ ধারাবাহিকে অভিনয় করে তুমুল পরিচিতি পান। এরপর অসংখ্য জনপ্রিয় নাটকে অভিনয় করে মুগ্ধ করেছেন, যে যাত্রা অব্যাহত রেখেছেন এখনও।
২০০৫ সালে তার চলচ্চিত্রে অভিষেক হয় সুচন্দা পরিচালিত ‘হাজার বছর ধরে’-তে করিম শেখ নামে একটি ছোট চরিত্রে অভিনয়ের মধ্যে দিয়ে। এরপর ‘দেহরক্ষী’, ‘পোড়ামন’, ‘লালচর’, ‘রাজনীতি’সহ প্রায় ৩০টি চলচ্চিত্রে অভিনয় করেন বহুমাত্রিক চরিত্রে। এখানেও প্রশংসা মিলেছে প্রচুর, তবে জাতীয় চলচ্চিত্র পুরস্কার মেলেনি এখনও।
Discussion about this post