বুধবার (২৭ জানুয়ারি) বিকেলে, রাজধানীর ফরেন সার্ভিস একাডেমিতে আয়োজিত অনুষ্ঠানে পররাষ্ট্রমন্ত্রী এ কে আব্দুল মোমেন বলেন, বঙ্গবন্ধুর সহজ সরল জীবনযাপন পদ্ধতি সারা বিশ্বের রাষ্ট্রনেতাদের কাছেই শিক্ষনীয়। জাপানি ভাষার এই চলচ্চিত্রে বঙ্গবন্ধুর চাকচিক্যহীন জীবন উঠে এসেছে। স্বাধীনতার সময় থেকেই বাংলাদেশের পাশে রয়েছে জাপান। বাংলাদেশ-জাপান সম্পর্ক অনেক সুদৃঢ়।
বেঙ্গল নো চিচি লামা (বাংলাদেশের জনক) শিরোনামে বঙ্গবন্ধুর ওপর নির্মিত বেঙ্গল নো চিচি লামা (বাংলাদেশের জনক) শিরোনামের প্রামাণ্য চিত্রটি পরিচালনা করেছেন ওশিমা নাগাসি নামে একজন জাপানি চলচ্চিত্র পরিচালক।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পররাষ্ট্রমন্ত্রী ড. এ কে আবদুল মোমেন। সম্মানিত অতিথি ছিলেন বাংলাদেশে নিযুক্ত জাপানের রাষ্ট্রদূত ইতো নাওকি। বিশেষ অতিথি ছিলেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী শাহরিয়ার আলম, পররাষ্ট্র সচিব মাসুদ বিন মোমেন, জাতির জনকের জন্মশতবর্ষ উদযাপন জাতীয় বাস্তবায়ন কমিটির প্রধান সমন্বয়কারী কামাল আবদুল নাসের চৌধুরী।
অনুষ্ঠানে ঢাকায় নিযুক্ত জাপানের রাষ্ট্রদূত ইতো নাওকি বঙ্গবন্ধুর নেতৃত্ব আর সাদাসিধে জীবনের প্রশংসা করেন।
Discussion about this post