বিনোদন ডেস্ক
কলকাতায় পাঁচ দিনব্যাপী ‘বাংলাদেশ চলচ্চিত্র উৎসব’ এর উদ্বোধন করেছেন তথ্যমন্ত্রী ড. হাছান মাহমুদ। এ উৎসব চলবে আগামী ৯ ফেব্রুয়ারি পর্যন্ত।
আজ শুক্রবার (৫ ফেব্রুয়ারি) বিকেলে কলকাতার নন্দন সিনেমা এ উৎসবের উদ্বোধন করা হয়।
তথ্য মন্ত্রণালয়ের নিয়মিত বাৎসরিক উদ্যোগের অংশ হিসেবে এ চলচ্চিত্র উৎসবের আয়োজন করা হয়েছে। উদ্বোধনী চলচ্চিত্র হিসেবে এদিন ‘হাসিনা: আ ডটারস টেল’ প্রদর্শিত হয়।
অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে বক্তৃতা করেন পশ্চিমবঙ্গের বিজ্ঞান প্রযুক্তি ও জৈবপ্রযুক্তি মন্ত্রী এবং বিশিষ্ট নাট্যব্যক্তিত্ব ব্রাত্য বসু, ভারতে বাংলাদেশের হাইকমিশনার মোহাম্মদ ইমরান, চলচ্চিত্র পরিচালক গৌতম ঘোষ প্রমুখ। এতে সভাপতিত্ব করেন কলকাতায় বাংলাদেশ উপহাইকমিশনার তৌফিক হাসান।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন তথ্য মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি সাইমুম সারোয়ার কমল, বিএফডিসির ব্যবস্থাপনা পরিচালক নুজহাত ইয়াসমিন, কলকাতায় বাংলাদেশ উপহাইকমিশনের প্রথম সচিব (প্রেস) মোফাখখারুল ইকবাল, চিত্রনায়িকা জয়া আহসান প্রমুখ।
এদিকে আগামীকাল শনিবার (৬ ফেব্রুয়ারি) কলকাতার ব্রিগেড প্যারেড গ্রাউন্ডে বঙ্গবন্ধুর দেয়া ভাষণের ৪৯ বছর পূর্তি উপলক্ষে সেখানে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন আওয়ামী লীগের যুগ্ম-সম্পাদক ড. হাছান মাহমুদ। বিশেষ অতিথি থাকবেন ভারতের পররাষ্ট্র সচিব হর্ষবর্ধন শ্রিংলা। অনুষ্ঠানে মুক্তিযুদ্ধ মৈত্রী সম্মাননাপ্রাপ্ত ভারতীয় গুণীজনদের সংবর্ধনা দেয়া হচ্ছে।
এদিকে মুজিববর্ষ উপলক্ষে শুক্রবার দুপুরে কলকাতার অ্যাকাডেমি অব ফাইন আর্টসে তথ্য মন্ত্রণালয়ের পৃষ্ঠপোষকতায় ‘বঙ্গবন্ধু ও বাংলাদেশ’ শিরোনামে আয়োজিত দু’দেশের ২৬ জন চিত্রশিল্পীর ৬০টি চিত্রকর্মের প্রদর্শনী উদ্বোধন করেন তথ্যমন্ত্রী। এসময় বাংলাদেশের চিত্রশিল্পীদের মধ্যে কিরীটি রঞ্জন বিশ্বাস ও জাকির হোসেন উপস্থিত ছিলেন।
Discussion about this post