বিনোদন ডেস্ক
ছেলে আরিয়ানের কাণ্ডকে কেন্দ্র করে অনলাইন শিক্ষাদানের একটি নামী সংস্থার বিজ্ঞাপন থেকে শাহরুখ খানকে শেষমেশ সরিয়ে দিলো সংস্থাটি। শাহরুখকে দিয়ে করানো সব বিজ্ঞাপনও বন্ধ করে দেয়া হয়েছে। ভারতীয় সংবাদমাধ্যম ইকনমিক টাইমসে প্রকাশিত একটি রিপোর্টে এমনই দাবি করা হয়েছে।
ছেলে আরিয়ান মাদক কাণ্ডে জড়িয়ে পড়ার পর থেকে শাহরুখের সাথে সমালোচনার মুখে পড়তে হয়েছে অনলাইন শিক্ষাদানকারী ওই নামী সংস্থাকেও। ঘটনাচক্রে এই সংস্থার হয়ে শিশুদের শিক্ষা সংক্রান্ত বিজ্ঞাপন করেছেন শাহরুখ।
কেউ কেউ বলেছেন, নিজের ছেলে যেখানে উচ্ছন্নে যাচ্ছে, তখন তার মুখে শিশুদের শিক্ষা নিয়ে পরামর্শ মানায় না। অবিলম্বে অভিনেতাকে বিজ্ঞাপন থেকে সরানোরও দাবি ওঠে। ফলে ওই সংস্থার উপর ক্রমে চাপ বাড়তে থাকায় শাহরুখের বিজ্ঞাপন বন্ধই করে দিলো তারা।
সংস্থাটির ব্র্যান্ড অ্যাম্বাসেডরও শাহরুখ। বিজ্ঞাপন বন্ধ করে দিলেও তাকে ব্র্যান্ড অ্যাম্বাসেডর রাখা হয়েছে কি না তা নিয়েও চলছে জল্পনা-কল্পনা।
Discussion about this post