বিনোদন ডেস্ক
প্রথমবারের মতো ছবি বানাচ্ছেন নাট্যনির্মাতা অরণ্য আনোয়ার । ছবির নাম ‘মা’। চলতি মাসের শুরুতে খবরটি জানিয়েছিলেন নির্মাতা। ‘আমাদের নুরুল হুদা’র মতো জনপ্রিয় ধারাবাহিকের পাশাপাশি বেশ কিছু ধারাবাহিক ও একক নাটক দিয়ে নিজের দক্ষতা প্রমাণ করেছেন অরণ্য আনোয়ার। এবার শুরু করেছেন চলচ্চিত্র নির্মাণ। ছবির প্রধান চরিত্রে অভিনয়ের জন্য এরই মধ্যে চুক্তিবদ্ধ হয়েছেন পরীমণি।
পরীমণি এখন ব্যস্ত গিয়াস উদ্দিন সেলিমের ‘গুনিন’ ছবির শুটিংয়ে। তাঁর হাতে রয়েছে ‘প্রীতিলতা’সহ একাধিক ছবি। তাই ‘মা’ ছবিতে চুক্তিবদ্ধ হলেও জানুয়ারির আগে এর কাজ শুরু করতে পারবেন না তিনি। তাই কাজ এগিয়ে নেওয়ার জন্য পরীমণিকে রেখেই আগামীকাল শুক্রবার থেকে শুরু হচ্ছে ‘মা’ ছবির শুটিং।
ছবির প্রথম লটের শুটিংয়ে অংশ নিচ্ছেন আজাদ আবুল কালাম, সাজু খাদেম, রোবেনা রেজা জুঁই, মোমেনা চৌধুরী, লাবণ্য, শিল্পী সরকার অপু, শাহাদাত হোসেনসহ অনেকেই।
ছবিটি নির্মিত হচ্ছে একটি সত্য ঘটনা অবলম্বনে। গল্পের প্রেক্ষাপট ১৯৭১ সাল। নির্মাতা জানিয়েছেন, মৃত ঘোষিত সাত মাস বয়সী এক সন্তানকে নিয়ে অসহায় মায়ের আবেগের গল্প উঠে আসবে ছবিতে। সেই মায়ের চরিত্রে অভিনয় করবেন পরীমণি। ‘মা’ ছবিটি যৌথভাবে প্রযোজনা করছেন পুলক কান্তি বড়ুয়া ও অরণ্য আনোয়ার।
Discussion about this post