বিনোদন ডেস্ক
বাবার কোলে প্রাণচাঞ্চল্যে ভরা এক শিশু। অনাবিল হাসি তার মুখে। বাবার মুখেও তৃপ্তির হাসি। তুর্কি আলোকচিত্রী মেহমেত আসলানের তোলা সিরিয়ার যুদ্ধের বাস্তবতা দেখানো বাবা ও ছেলের ছবি সিয়েনা ইন্টারন্যাশানাল সিয়েনা ইন্টারন্যাশনাল ফটো অ্যাওয়ার্ডস ২০২১- এ সেরা ছবির পুরষ্কার পেয়েছে।
ছবিটি সিরিয়ার সীমান্তে তুরস্কের হাতায় প্রদেশের রেহানলি জেলায় তোলা হয়েছিল। ছবির শিশুটির নাম মুস্তাফা। সে টেট্রা অ্যামেলিয়া নামের বিরল রোগে আক্রান্ত, জন্ম থেকেই তার হাত-পা নেই। সিরিয়া যুদ্ধের সময় সারা শহরে গ্যাস ছড়িয়ে গিয়েছিল। সেই গ্যাসের প্রভাব পড়েছিল মুস্তাফার মায়ের শরীরে। যে কারণে মায়ের গর্ভে থাকাকালীন বিরল রোগের শিকার হয় মুস্তাফা।আর তার বাবার নাম মুনজির সিরিয়ায় ইডিলিবের একটি বাজারের মধ্যে দিয়ে হাঁটার সময় বোমা বিস্ফোরণে ডান পা হারান। এখন ক্র্যাচ তার নিত্যসঙ্গী।
সিয়েনা ইন্টারন্যাশানাল ফটো অ্যাওয়ার্ড ২০২১-এর ‘হার্ডশিপ অফ লাইফ’ বিভাগে মুনজিরের মুস্তাফাকে কোলে নেওয়ার এই ছবিটি সেরার সেরা স্বীকৃতি পেয়ছে। বিশ্বের নানা প্রান্তের ফটোগ্রাফারদের পাঠানো ফটোর মধ্যে থেকে এই ছবিটিকে সেরা হিসেবে নির্বাচিত করেছেন বিচারকরা।
মোট ১২টি বিভাগে প্রতিযোগিতা হয়েছিল। যার মধ্যে কোভিড-১৯ নামে একটি বিভাগও ছিল। ১৬৩টি দেশের হাজারের বেশি ফটোগ্রাফার ছবি পাঠিয়েছিলেন। তার মধ্যে থেকে ১২টি ছবিকে বেছে নেওয়া হয়। সেই ১২টি ছবির মধ্যে সেরা মেহমেটের ছবি। পুরস্কার স্বরূপ তিনি পাবেন প্রায় ১ লক্ষ ৩০ হাজার টাকা।
Discussion about this post