গতকাল বুধবার বিকেলে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এসব তথ্য জানিয়েছেন সিনেমাটির সঙ্গে সংশ্লিষ্টরা।
সংবাদ সম্মেলনে জানানো হয়েছে, সিনেমাটি একেবারে এমন নয় যে এটি তারামন বিবির জীবন ঘিরেই আবর্তিত হবে। এখানে তারামন একটি প্রতীকী ব্যঞ্জনা। তারামনের মতো অন্য নারীদের অবদান, ভূমিকা ও জীবনের গল্পও থাকবে সেখানে। তবে তা হবে নিতান্তই ফিকশন।
সিনেমাটি প্রসঙ্গে তানহা তাসনিয়ার ভাষ্য, ‘তারামন বিবিকে নিয়ে প্রকাশিত বিভিন্ন প্রতিবেদন, লেখা, বই সংগ্রহ করে পড়ার চেষ্টা করছি। তাঁর সংগ্রাম, ত্যাগ, যাতনাগুলো অনুধাবন করতে চাইছি, বুঝতে চেষ্টা করছি। সবাই দোয়া করবেন, এই দায়িত্ব যেন আমি ভালোভাবে পালন করতে পারি।’
সিনেমাটির উপদেষ্টা হিসেবে কাজ করছেন বীর মুক্তিযোদ্ধা, চলচ্চিত্র নির্মাতা, বাংলাদেশের মঞ্চনাটকের কাণ্ডারি নাসিরউদ্দীন ইউসুফ।
সিনেমাটিতে আরও অভিনয় করছেন মোমেনা চৌধুরী, শাহানশাহ উল হক, রুহুল আমিন তুহিন, সোনিয়া আকতার প্রমুখ।
Discussion about this post