বিনোদন ডেস্ক
বহুদিন ধরেই মুক্তির অপেক্ষায় ছিল সিয়াম আহমেদ অভিনীত বহুল প্রতীক্ষিত সিনেমা ‘শান’। এম রাহিম পরিচালিত সিনেমাটির এবার এলো আনুষ্ঠানিক মুক্তির ঘোষণা।
নতুন বছরের শুরুতেই মারমার কাটকাট অ্যাকশন থ্রিলার ধাঁচের এই ছবিটি মুক্তি পাচ্ছে । পরিচালক নিজেই বলেন, ৭ জানুয়ারি ‘শান’ মুক্তি পাবে।
সিয়ামের সঙ্গে শান ছবিতে অভিনয় করেছেন পূজা চেরী। একটি সত্য ঘটনাকে কেন্দ্র করে ছবিটির কাহিনি সাজিয়েছেন আজাদ খান। তিনি সহ প্রযোজনা করেছেন এম আতিকুর রহমান।
‘ফাগুণ হাওয়ায়’ -এর পর শান দিয়ে সিনেমা হলে আসছেন সিয়াম। তিনি জানান, ক্যারিয়ারে এই প্রথম পুরোপুরি অ্যাকশন ঘরানার ছবি করলেন।
সিয়াম বলেন, করোনা পরবর্তী সেসব ছবি কমার্শিয়াল ভ্যালু যোগ করে প্রযোজক শিল্পীসহ পুরো ইন্ডাস্ট্রিকে সাপোর্ট দেবে শান তেমনই একটি ছবি।
সিয়াম পূজা ছাড়াও শানে আরও অভিনয় করেছেন তাসকিন, চম্পা, অরুণা বিশ্বাস, হাসান ইমাম, মিশা সওদাগর, নাদের চৌধুরী, ডন, আরমান পারভেজ মুরাদ।
পরিচালক এম রাহিম এর আগে প্রায় ৭ বছর জাজ মাল্টিমিডিয়ার প্রধান সহকারী পরিচালক হিসেবে কাজ করেছেন। ছিলেন পোড়ামন ২, নূর জাহান, দহন ছবিতেও।
২০১৯ সালে নির্মাণের শুরু থেকে শান আলোচনায়। সিনেমাটি হতে পারে নায়ক সিয়ামের ক্যারিয়ারে অন্যতম টার্নিং। পর্দায় তার নাম এবং গল্পে অ্যাটিটিউটের কারণে সিনেমার নামকরণ হয়েছে ‘শান’। থাকবে নাটকীয়তা, রোমান্স ও রসবোধ। এমনটাই জানান রাহিম।
পরিচালক বলেন, নায়কের আচরণ ধারালো, তীক্ষ্ণ। অপারেশনে যেদিকে যাবে একদম কেটে বের হয়ে যাবে। সম্পূর্ণ বাংলাদেশী ফ্লেবারের শান। ছবিটি বানিয়েছি প্রেক্ষাগৃহে মুক্তি দেয়ার জন্য। সবার আগে সেখানে মুক্তি দেব, পরে ওটিটি বিবেচনা করবো।
সিয়াম আগেই জানিয়েছেন, এ ছবির জন্য আক্রমণ, আত্মরক্ষা দুই ধরনের প্রশিক্ষণ নিয়েছেন। প্রায় দেড় মাস লেগেছে প্রশিক্ষণ নিতে। অনেক পরিশ্রম করতে হয়েছে। অ্যাকশন দৃশ্যের শুটিংয়ের ফাঁকে ফাঁকেও এ প্রশিক্ষণ চালিয়ে যেতে হয়েছে। ‘শান’ যেন সবদিক দিয়ে পরিপূর্ণ ছবি হয় সেজন্য আপ্রাণ চেষ্টা চালিয়েছেন।
Discussion about this post