২০০ পরিবারের পাশে – করোনা ভাইরাসে প্রা’দুর্ভাব এখন সারা বিশ্বে। বাংলাদেশের মানুষও ভাইরাসের কারণে এখন ঘরবন্দি। যার ফলে দিনমজুররা পড়েছেন সব থেকে বিপাকে। ফু’রিয়ে গেছে অনেকের ঘরের খাবার। এমন দু’র্দিনে সেই সব দুস্থ মানুষদের সাহায্যে এগিয়ে আসছেন শোবিজ তারকারা।
তারই ধারাবাহিকতায় এবার করোনায় অ’সচ্ছল মানুষদের পাশে দাঁ’ড়ালেন জনপ্রিয় কণ্ঠশিল্পী মৌসুমি আক্তার সালমা ও তার স্বামী সানাউল্লাহ নূর সাগর। তাদের সেবামূলক প্র’তিষ্ঠান ‘সাফিয়া ফাউন্ডেশন ফর এডুকেশনাল ডেভেলপমেন্ট(SFED)’। এ ফাউন্ডেশনের মাধ্যমে গতকাল থেকে ঢাকা ও আশে-পাশের অ’সহায় মানুষদের মাঝে খাবার বি’তরণ করেন সালমা।
২০০ পরিবারের মধ্যে নিজ হাতে নিত্য প্রয়োজনীয় জিনিসপত্র বিতরণ করেন সালমা। এ প্রসঙ্গে সালমা বলেন, আমরা খুঁজে খুঁজে দরিদ্র মানুষদেরকেই সহায়তা দিচ্ছি। যাতে প্র’কৃতদের উপকার হয়। করোনাভাইরাসের কারণে সবাই ঘরে আ’টকে আছেন।
এর ফলে দিনমজুররাই বেশি বি’পদে পড়েছেন। কারণ তাদের হাতে কোন কাজ নেই। এমন মানুষদের সহায়তা করার জন্য আমরা এই উদ্যো’গ নিয়েছি। সবারই উচিত, দেশের এমন প’রিস্থিতিতে সামর্থ্য অনুযায়ী স’হযোগিতার হাত বাড়িয়ে দেওয়া। তাদের একটু সাহায্যে বেঁ’চে যাবে অসং’খ্য পরিবার।
Discussion about this post