অনলাইন ডেস্ক
দলিল বা নথিপত্রের সত্যতা যাচাইয়ের একটা পদ্ধতি হলো-নোটারি। যা করতে গিয়ে মানুষের হয়রানি আর ভোগান্তির অভিযোগ দীর্ঘদিনের। তা থেকে মুক্তি পেতে চট্টগ্রামের এক আইনজীবীর নতুন উদ্ভাবন চমকে দিয়েছে সবাইকে। এরই মধ্যে মিলেছে রাষ্ট্রীয় স্বীকৃতিও।
দীর্ঘদিনের এ চিত্র পাল্টাতেই ‘নোটারিবিডিডটকম’ নামে ডিজিটাল একটি প্লাটফর্ম তৈরি করেছেন ব্যারিস্টার রফিকুল ইসলাম চৌধুরী। চট্টগ্রামের এই সন্তান মূলত ইমিগ্রেশন ও আইসিটি বিশেষজ্ঞ। তার দাবি, পুরো প্রক্রিয়ায় আমূল পরিবর্তন আনতে সক্ষম এই অনলাইন প্লাটফর্ম।
এরই মধ্যে রাষ্ট্রীয় স্বীকৃতিও পেয়েছে নোটারিবিডিডটকম। কারিগরী ক্যাটাগরিতে বেসরকারি পর্যায়ে সেরা উদ্ভাবক হিসেবে গত ১২ ডিসেম্বর বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে প্রধানমন্ত্রীর কাছ থেকে পেয়েছেন সম্মাননা। তার এ অর্জনে খুশি স্বজনরাও। আগামী বছরের মার্চ থেকে জুনের মধ্যে এ প্লাটফর্মটি সবার জন্য উন্মুক্ত করার কথা রয়েছে।
এর মাধ্যমে সেবা প্রত্যাশীদের সুবিধার পাশাপাশি ডিজিটাল বাংলাদেশ বিনির্মাণের স্বপ্ন আরেক ধাপ এগিয়ে যাবে বলে দাবি এই আইনজীবীর।
Discussion about this post