বিনোদন ডেস্ক
ভারতীয় উপমহাদেশের কিংবদন্তী সঙ্গীতশিল্পী লতা মঙ্গেশকর করোনায় আক্রান্ত হয়েছেন। মুম্বাইয়ের ব্রিচ ক্যান্ডি হাসপাতালের আইসিইউতে ভর্তি রয়েছেন তিনি।
মঙ্গলবার (১১ জানুয়ারি) এ তথ্য নিশ্চিত করেছেন তার ভাগ্নি রচনা শাহ। তার মৃদু উপসর্গ রয়েছে বলে জানিয়েছেন রচনা।
সংবাদসংস্থা এএনআইকে রচনা জানিয়েছেন, গায়িকা আপাতত স্থিতিশীল। এই বয়সে করোনা আক্রান্ত হওয়ায় সাবধানতা অবলম্বনের জন্য আইসিইউ-তে রাখা হয়েছে তাঁকে।
গায়িকার পরিবারের ব্যক্তিগত গোপনীয়তাকে সম্মান করে তার জন্য প্রার্থনা করতে সকলের উদ্দেশ্যে অনুরোধ জানিয়েছেন তিনি।
এর আগে ২০১৯ সালে নিউমোনিয়ায় আক্রান্ত হয়ে টানা ২৮ দিন হাসপাতালে ভর্তি ছিলেন ৯২ বছর বয়সী এই সঙ্গীতশিল্পী।
Discussion about this post