বিনোদন ডেস্ক
২০১৫ সালে ‘বজরঙ্গি ভাইজান’ সিনেমায় সালমান খানের সাথে ‘মুন্নী’ চরিত্র দিয়ে বলিউডে আগমন ঘটে ছোট্ট হারশালির। মিষ্টি চেহারা আর হাসি দিয়ে শুধু সিনেমা নয়, সামাজিক যোগাযোগ মাধ্যমেও সরব হয়ে ওঠে হারশালি।
ডেবেউ পারফম্যান্সেই ভিন্নমাত্রার এক জনপ্রিয়তা অর্জন করে এই শিশুশিল্পী। এরপর একের পর এক পুরস্কার ঝুলিতে তুলতে থাকেন হারশালি। সেইসাথে দর্শকের অগাধ ভালোবাসা। তবে এবার প্রাপ্তির মুকুটে আরেকটি পালক যুক্ত হলো তার। সম্প্রতি ভারতরত্ন ড. আমবেড়কার অ্যাওয়ার্ড জিতেছেন হারশালি মালহোত্রা। বিষয়টি নিজের সামাজিক যোগাযোগ মাধ্যমে ছবিসহ পোস্ট করে নিশ্চিত করেছেন হারশালি নিজেই।
মুম্বাইয়ের রাজ ভবনে অ্যাওয়ার্ড অনুষ্ঠানটির আয়োজন করা হয়। যেখানে ঐতিহ্যবাহী একটি গোলাপী লেহেঙ্গা পরিহিত অবস্থায় ক্যামেরাবন্দী হন হারশালি। ছোট হারশালি যে আর ছোট নেই তা তার ছবি দেখেই বুঝে ফেলেছেন দর্শক। ছবিতে দেখা যায়, মহারাষ্ট্রের গভর্নর শ্রী ভাগাত সিং কোশিয়ারির হাত থেকে ভারতরত্ন ড. আমবেড়কার অ্যাওয়ার্ড নিচ্ছেন হারশালি। ছবিটি ভাইরাল হয়ে যায় সামাজিক যোগাযোগ মাধ্যমে। তারপর থেকেই ভক্ত কলাকুশলীদের প্রশংসায় ভাসছেন হারশালি।
হারশালি মালহোত্রা ২০০৮ সালে মুম্বাইয়ে জন্মগ্রহণ করেন এবং বর্তমানে সেভেন স্কয়ার একাডেমিতে পড়াশোনা করছেন তিনি।
Discussion about this post