অনলাইন ডেস্ক
একই সঙ্গে গুণী ও জনপ্রিয় সংগীতশিল্পী সৈয়দ আব্দুল হাদী। তাঁর কণ্ঠের অনেক গান কালজয়ী। গানের পাশাপাশি দীর্ঘদিন চাকরি করেছেন। পার করছেন পরিপাটি এক জীবন।
এবার নিজের জীবন পাঠকদের কাছে প্রকাশ করলেন ‘এমনও তো প্রেম হয়’ গানের শিল্পী। ‘জীবনের গান’ শিরোনামের বইটিতে উঠে এসেছে হাদীর শৈশব, কৈশোর, যৌবন ও গানের জগতের পাশাপাশি চাকরি জীবনের অনেক ঘটনা। হাদী বলেন, ‘আমার জীবনটা বেশ ঘটনাবহুল। অনেক চড়াই-উতরাই পার করে এখানে এসেছি। আছে সুখ-দুঃখের হাজারও ঘটনা। সেগুলো আমার অনুরাগীদের সঙ্গে ভাগাভাগি করার জন্যই বইটি লেখা। ’
আড়াই বছর ধরে বইটি লিখেছেন তিনি। এই দীর্ঘ সময়ে তিনি অন্য কোনো কাজে মন দেননি বলেও জানান। হাদী আরো বলেন, ‘আমাদের দেশেই শুধু নয়, সারা বিশ্বের শিল্পীরা নিজেদের ব্যাপারে একটু উদাসীন হন। নিজের জীবনী লিখতেও অনীহা তাঁদের। আমিও উদাসীন ছিলাম। কিন্তু প্রকাশক আমাকে এক প্রকার লিখিয়েই ছেড়েছেন। আমিও লিখতে পেরে নিজেকে হালকা মনে করছি। ’
‘জীবনের গান’ প্রকাশ করেছে প্রথমা। বইটি অনলাইনেও কেনা যাবে। ২০ শতাংশ ছাড়ে বর্তমান মূল্য ৩২০ টাকা।
Discussion about this post