বিনোদন ডেস্ক
১৯৪২ সালে মারাঠি গান গেয়ে সংগীত ক্যারিয়ার শুরু করেছিলেন ভারতীয় উপমহাদেশের সুরসম্রাজ্ঞী লতা মঙ্গেশকর। দীর্ঘ সাত দশকের সংগীত ক্যারিয়ারে তিনি গড়েছেন অনেক রেকর্ড। ৩৬টি আঞ্চলিক ও বিদেশি ভাষায় গান গাওয়ার পাশাপাশি প্রায় ৩০ হাজার গান গাওয়ার রেকর্ড রয়েছে স্বনামধন্য এই গায়িকার।
সেই সাথে প্রায় এক হাজারের বেশি সিনেমায় গান গেয়েছেন লতা মঙ্গেশকর।
শুধু তাই নয় এসবের পাশাপাশি তার ঝুলিতে রয়েছে অসংখ্য পুরস্কার ও সম্মাননা। এক নজরে জেনে নেওয়া যাক ক্যারিয়ারে তার সকল প্রাপ্তি সম্পর্কে।
২০০১ সালে ভারতের সর্বোচ্চ অসামরিক সম্মাননা ভারতরত্নে ভূষিত হয়েছেন তিনি। এ আগে ১৯৬৯ ও ১৯৯৯ সালে যথাক্রমে ভারতের তৃতীয় ও দ্বিতীয় সর্বোচ্চ অসামরিক সম্মাননা পদ্মভূষণে ও পদ্মবিভূষণেও ভূষিত হন তিনি।
২০০৭ সালে ফ্রান্স সরকার তাদের সর্বোচ্চ অসামরিক সম্মাননা লেজিওঁ দনরের অফিসার খেতাব প্রদান করেছেন এই সঙ্গীতশিল্পীকে। পাশাপাশি ১৯৮৯ সালে দাদাসাহেব ফালকে পুরস্কারেও ভূষিত হন তিনি।
এছাড়াও লতার ঝুলিতে রয়েছে মহারাষ্ট্র ভূষণ পুরস্কার (১৯৯৭), এনটিআর জাতীয় পুরস্কার (১৯৯৯), জি সিনে আজীবন সম্মাননা পুরস্কার (১৯৯৯), এএনআর জাতীয় পুরস্কার (২০০৯), শ্রেষ্ঠ নারী নেপথ্য কণ্ঠশিল্পী বিভাগে তিনটি জাতীয় চলচ্চিত্র পুরস্কার এবং ১৫টি বাংলা চলচ্চিত্র সাংবাদিক সমিতি পুরস্কার।
লতা শ্রেষ্ঠ নারী নেপথ্য কণ্ঠশিল্পী বিভাগে চারটি ফিল্মফেয়ার পুরস্কার অর্জন করেছেন। তিনি ১৯৬৯ সালে নতুন প্রতিভা বিকাশের লক্ষ্যে শ্রেষ্ঠ নারী নেপথ্য কণ্ঠশিল্পী বিভাগে ফিল্মফেয়ার পুরস্কার প্রত্যাখ্যান করেন। পরবর্তীকালে তিনি ১৯৯৩ সালে ফিল্মফেয়ার আজীবন সম্মাননা পুরস্কার এবং ১৯৯৪ ও ২০০৪ সালে দুইবার ফিল্মফেয়ার বিশেষ পুরস্কার অর্জন করেন।
টানা প্রায় চার সপ্তাহ ধরে হাসপাতালে চিকিৎসাধীন থাকার পর অবশেষে রবিবার (৬ ফেব্রুয়ারি) মুম্বাইয়ের ব্রিচ ক্যান্ডি হাসপাতালে মৃত্যুবরণ করেন এই সুরসম্রাজ্ঞী।
Discussion about this post