বিনোদন ডেস্ক
গতকাল (৬ মার্চ) বাংলাদেশ শিল্পকলা একাডেমির জাতীয় চিত্রশালা মিলনায়তনে অনুষ্ঠিত হলো কিংবদন্তি সংগীতশিল্পী কুমার বিশ্বজিতের আত্মকথনমূলক আত্মজীবনী গ্রন্থ ‘এবং বিশ্বজিৎ’র প্রকাশনা উৎসব। বইটি লিখেছেন এসময়ের সংগীতশিল্পী জয় শাহরিয়ার। প্রকাশ করেছে আজব প্রকাশ।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী কে এম খালিদ। বিশেষ অতিথি হিসেবে ছিলেন ‘সংগীত ঐক্য বাংলাদেশ’র অন্যতম মহাসচিব ও ‘গীতিকবি সংঘ, বাংলাদেশ’র সভাপতি শহীদ মাহমুদ জঙ্গী।
অনুষ্ঠানের প্রধান অতিথি প্রতিমন্ত্রী কে এম খালিদ বলেন, ‘এই আয়োজন খুবই আনন্দের। কারণ বরেণ্য শিল্পীদের জীবন লিপিবদ্ধ থাকা এই জগতের জন্য গুরুত্বপূর্ণ। আমাদের দেশে এমন কাজ খুব কম হয়েছে। কুমার বিশ্বজিৎ তার গানে পৃথিবী জয় করেছেন, দেশের মুখ উজ্জ্বল করেছেন। তার কথনে তার গড়ে ওঠার গল্প প্রজন্ম থেকে প্রজন্মে অনুপ্রেরণা জোগাবে।’
বিশেষ অতিথি গীতিকবি শহীদ মাহমুদ জঙ্গী বলেন, ‘কুমার বিশ্বজিৎ বাংলাদেশের গুণী শিল্পী। গুণীদের কদর করলে দেশে আরও গুণী জন্ম নেবে। তাই এধরনের কাজে সাধুবাদ জানাই।’
আর আয়োজনের মধ্যমণি কুমার বিশ্বজিৎ তার অনুভূতি তুলে ধরে বলেন, ‘এর আগেও অনেকে এমন কাজ করতে চাইলেও আস্থা পাইনি। জয়ের ওপর আস্থা ছিল তাই রাজি হয়েছি। নিজের জীবদ্দশায় নিজের জীবনীগ্রন্থ দেখে যেতে পারলাম, সেটাই আমার জন্য আনন্দের। এ বই পড়ে তরুণ প্রজন্ম আমাদের জীবনের যে চড়াই-উৎরাই তা থেকে শিক্ষা নেবে বলেই আশা করি।’
এছাড়াও অনুষ্ঠানে বক্তব্য রাখেন বইয়ের লেখক জয় শাহরিয়ার, ইউভার্সেল হাসপাতালের পক্ষে ডা. আশীষ কুমার চক্রবর্তী, গীতিকবি শহীদুল্লাহ ফরায়জী। মোড়ক উন্মোচনের আগে হয় আলোচনা অনুষ্ঠান। পরে একটি স্মৃতিচারণ পর্ব ছিল। সবশেষে ছিল কুমার বিশ্বজিতের অটোগ্রাফ সেশন।
Discussion about this post