বিনোদন ডেস্ক
বঙ্গবন্ধুর আদর্শ ও চেতনাকে বুকে ধারণ করে কেউ যদি নিজেকে দেশসেবায় নিয়োজিত করে, তাহলে দেশে কোনও অনিয়ম বা দুর্নীতি হবে না।
এমনই এক চেতনার গল্প নিয়ে নির্মিত হলো বিশেষ নাটক ‘চেতনা’। যার প্রধান চরিত্রে অভিনয় করেছেন শহীদুজ্জামান সেলিম। যেখানে তাকে দেখা যাবে বঙ্গবন্ধুরূপে। টিপু আলম মিলনের লেখায় এটি নির্মাণ করেছেন আকাশ রঞ্জন।
জাতির পিতার জন্মদিন (১৭ মার্চ) উপলক্ষে নাটকটি এদিন প্রচার করা হয় রাত ১০টায়, বৈশাখী টেলিভিশনে।
বিআরবি নিবেদিত বিশেষ নাটকটিতে আরও অভিনয় করেছেন তন্ময় সোহেল, আশরাফ কবির, অনামিকা, শরীফ প্রমুখ।
নাটকটির গল্প প্রসঙ্গে টিপু আলম মিলন বলেন, ‘বঙ্গবন্ধুর মতোই দেশপ্রেমিক হয়ে দেশের জন্য, মানুষের জন্য কাজ করার প্রত্যয় থাকছে এই নাটকের গল্পে। নাটকটি দর্শক গ্রহণ করলে সেটাই হবে সার্থকতা।’
Discussion about this post