বিনোদন ডেস্ক
অতনু ঘোষের ‘বিনিসুতোয়’ সিনেমাতে অভিনয় করে ভারতের ফিল্মফেয়ার বাংলা পুরস্কার পেলেন বাংলাদেশের জনপ্রিয় অভিনেত্রী জয়া আহসান। গত বৃহস্পতিবার রাতে আয়োজিত ‘জয় ফিল্মফেয়ার অ্যাওয়ার্ডস বাংলা’ অনুষ্ঠানে সেরা অভিনেত্রীর পুরস্কারটি জয় করেন জয়া।
কলকাতার বাংলা সিনেমায় এই নিয়ে পঞ্চমবার পুরস্কার দিল ফিল্মফেয়ার। এবারের আসরে জয়া আহসানের সঙ্গে মনোনয়ন পেয়েছিলেন অপরাজিতা আঢ্য (একান্নবর্তী), কোয়েল মল্লিক (রক্ত রহস্য), ঋতাভরী চক্রবর্তী (ব্রহ্মা জানেন গোপন কম্মটি) ও রুক্সিনী মৈত্র (সুইজারল্যান্ড)। সবাইকে টেক্কা দিয়ে সেরা অভিনয়ের স্বীকৃতি জয়াই পেলেন।
একইসঙ্গে আরেকটি চমৎকার ব্যাপার ঘটল, ফিল্মফেয়ারে হ্যাট্রিক হলো জয়া আহসানের। এতদিন জয়ার ড্রইংরুমে শোভা বাড়াচ্ছিল ফিল্মফেয়ারের দুটো ব্ল্যাকলেডি। তাদের সঙ্গে যোগ দিলো আরও এক।
এর আগে ‘বিসর্জন’ সিনেমায় অভিনয়ের জন্য ২০১৮ সালে সেরা অভিনেত্রী হিসেবে ফিল্মফেয়ার বাংলা পুরস্কার পান জয়া। পরের বছর ২০১৯ সালে ‘বিজয়া’ ও ‘রবিবার’-এর জন্য সমালোচকের বিচারে সেরা অভিনেত্রীর পুরস্কার পেয়েছিলেন তিনি।
‘বিনিসুতোয়’ সিনেমায় শ্রাবণী নামে এক নারীর ভূমিকায় অভিনয় করেন জয়া আহসান। গত বছরের ১৯ আগস্ট মুক্তি পায় সিনেমাটি।
জয়া আহসান ছাড়াও বিনিসুতোয় সিনেমায় অভিনয় করেছেন ঋত্বিক চক্রবর্তী, কৌশিক সেন, চান্দ্রেয়ী ঘোষ, সমন্তক দ্যুতি মৈত্র প্রমুখ।
Discussion about this post