বিনোদন ডেস্ক
দেশ-বিদেশ থেকে নিজের কর্মগুণে অনেক পুরস্কারই পেয়েছেন নায়ক-নেতা ইলিয়াস কাঞ্চন। তবে এবারের প্রাপ্তিটা একটু আলাদা। ভারত থেকে এবার তিনি পেলেন নিজ দেশের কিংবদন্তি নায়করাজ রাজ্জাকের নামে আজীবন সম্মাননা পুরস্কার!
সম্মাননাটি পেয়ে উচ্ছ্বসিত তিন শতাধিক ছবির নায়ক তথা চলচ্চিত্র শিল্পী সমিতির এই সভাপতি।
শনিবার (২১ মে) ৭ম বেঙ্গল ফিল্ম অ্যান্ড টেলিভিশন চেম্বার অব কমার্স (বিএফটিসি) নামের আয়োজনে কলকাতার একটি পাঁচতারকা হোটেলে এই সম্মাননা প্রদান করা হয়।
সম্মাননা পাওয়ার অনুভূতি প্রকাশে ইলিয়াস কাঞ্চন বলেন, ‘‘এটা আমার কাজের স্বীকৃতি বলেই ধরে নিলাম। এরজন্য আমি সবার প্রতি কৃতজ্ঞ। তবে যে মানুষটির নামে এই সম্মাননা পেলাম, তিনি আমাকে সন্তানতুল্য মনে করতেন। তাই নয়, আমায় তিনি বলেছিলেন- ‘এক সময় আমার জায়গায় যদি কেউ আসে সে হবে ইলিয়াস’। এতটাই তিনি আমাকে ভালোবাসতেন। ওনার সন্তানরাও অভিনয় জগতে আছেন, কিন্তু তাদের নিয়ে এমন কথা কখনও বলেননি। আমার জন্য বলেছিলেন। সেই মানুষটার নামে এই সম্মান নিতে পেরে ভালো লাগছে। আসলে এটা আমার ভাগ্য।’’
Discussion about this post