বিনোদন ডেস্ক
প্রায় দুই যুগের অভিনয় জীবন অভিনেতা আবদুন নূর সজলের। দু-একটা সিনেমা ছাড়া এই দীর্ঘ সময়ে তিনি টিভি নাটকেই সময় দিয়েছেন সবচেয়ে বেশি। সম্প্রতি সজলের ক্যারিয়ারে খানিকটা বাঁক বদল হচ্ছে। বেশ কিছু সিনেমায় দেখা মিলছে তাঁর।
সম্প্রতি সজল শেষ করলেন ‘সুবর্ণভূমি’ সিনেমার শুটিং। মুক্তিযুদ্ধের গল্প নিয়েই তৈরি হয়েছে সিনেমাটি। পরিচালনা করেছেন জাহিদ হোসেন। এ সিনেমায় সজল অভিনয় করেছেন বীর মুক্তিযোদ্ধা কুদরত চরিত্রে। যিনি একজন লেখক, মুক্তিযুদ্ধের ঘটনা নিয়ে লিখেছেন ‘সুবর্ণভূমি’ নামে একটি উপন্যাস। এতে সজলের সহশিল্পী দিলারা জামান, শহীদুজ্জামান সেলিম, ওমর সানী, শাওন আশরাফ ও স্নিগ্ধা।
এ বিষয়ে সজল বলেন, ‘মুক্তিযুদ্ধের গল্প আমাকে ভীষণভাবে টানে। বীর মুক্তিযোদ্ধাদের শ্রদ্ধা জানানোর সুযোগ আমি কখনোই হাতছাড়া করতে চাই না। সুবর্ণভূমি সিনেমার নির্মাতা জাহিদ ভাই অনেক যত্ন নিয়ে সিনেমাটি বানিয়েছেন। প্রতিটি শট শেষে যখন তিনি মাথায় হাত রেখে বলতেন, “ভালো করেছ”, এটা একটা বিশাল প্রাপ্তি আমার জন্য। এসব আমাকে আরো অনুপ্রেরণা দিয়েছে কাজটি করার জন্য।’
সজল জানান, এরই মধ্যে তিনি মুক্তিযুদ্ধের আরও একটি সিনেমার কাজ শেষ করেছেন। হৃদি হকের ‘১৯৭১ সেইসব দিন’ নামের সিনেমাটি আছে মুক্তির অপেক্ষায়। তিনি জানান, ১৯৭১ সালে মুক্তিযুদ্ধের সময়কার চমকপ্রদ কিছু ঘটনার সন্নিবেশ ঘটেছে এই সিনেমায়। সরকারি অনুদানের এই সিনেমাটির শুটিং হয়েছে ঢাকা এবং ঢাকার বাইরে বেশ কিছু লোকেশনে।
Discussion about this post