অনলাইন ডেস্ক
সোশ্যাল মিডিয়া এবং বিনোদন প্ল্যাটফর্মে তথ্য আদান-প্রদান, শেয়ার করা, বা কোনো আইডিয়া তৈরি করার মাধ্যমে ভার্চুয়াল কমিউনিটি ও নেটওয়ার্কগুলোতে একে অপরের সাথে সবাই যোগাযোগ করতে পারছে। বর্তমানে বিশ্বের অর্ধেকের বেশি মানুষ সোশ্যাল মিডিয়া ব্যবহার করছে। আর ২১ শতকে এসে এই ভার্চুয়াল প্ল্যাটফর্মগুলো আমাদের জীবনের এক অবিচ্ছেদ্য অংশ হয়ে গেছে।
জনপ্রিয় সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্ম ফেসবুক অর্থের জন্য সচল রেখেছে। বিশ্বব্যাপী টিকটকের জনপ্রিয়তা দিন দিন খুবই বৃদ্ধি পাচ্ছে, বিশেষ করে তরুণদের মধ্যে। মানসম্পন্ন শর্ট ভিডিও তৈরি করার মাধ্যমে টিনেজাররা টিকটকে বড় পরিসরের ফলোয়ার পাচ্ছে এবং তাদের নিয়ে খুব ভালো একটি কমিউনিটিও গড়ে তুলতে পারছে। যার ফলে কিশোর-কিশোরীরাই টিকটকে এখন অধিকমাত্রায় যুক্ত হচ্ছে।
কিশোর-কিশোরীদের পাশাপাশি অসংখ্য তরুণ-যুবক টিকটক পছন্দ করলেও, কিছু অভিভাবক আছেন যারা নিজেদের সন্তানের অ্যাপটিতে সময় দেয়া নিয়ে খুব উদ্বেগে থাকেন। সেই সঙ্গে তারা তাদের সন্তানদের নিরাপত্তা নিয়েও উদ্বেগে থাকেন। ঠিক এই বিষয়টিকেই চিহ্নিত করে টিকটক চালু করেছে ফ্যামিলি পেয়ারিং ফিচার যেখানে মা-বাবারা এখন অ্যাপ থেকেই নিজের মতো করে তার সন্তানের অ্যাকাউন্টের সেফটি সেটিংস পরিবর্তন করতে পারবেন। অভিভাবকরা তাদের অ্যাকাউন্টের সঙ্গে সন্তানের টিকটক অ্যাকাউন্ট লিঙ্ক করতে পারবেন। এই ফিচারের মাধ্যমে অভিভাবকরা শর্ট ভিডিও প্ল্যাটফর্মটিতে তাদের সন্তানের অ্যাক্টিভিটির নোটিফিকেশনও দেখতে পারবেন।
কিশোর-কিশোরীদের নিরাপদ টিকটক ব্যবহারের জন্য তাদের অভিভাবকরা কিছু সতর্কতামূলক ব্যবস্থা নিতে পারেন। এসবের মধ্যে রয়েছে:
প্রতিদিনের স্ক্রিনটাইম বেঁধে দেয়া: অভিভাবকরা চাইলে তাদের সন্তানের দৈনিক স্ক্রিনটাইম তাদের অ্যাকাউন্টের মাধ্যমেই নির্ধারণ করে দিতে পারেন। স্ক্রিনটাইম ম্যানেজমেন্ট টুলের মাধ্যমে তারা সিদ্ধান্ত নিতে পারবেন তাদের সন্তানরা দিনে কতটুকু সময় টিকটক ব্যবহার করতে পারবেন। পাশাপাশি একজন সন্তান যদি একইসঙ্গে একাধিক ডিভাইসে টিকটক ব্যবহার করে থাকে, তাহলেও আলাদাভাবে প্রতিটি ডিভাইসেই এই স্ক্রিন টাইম বেঁধে দেয়া যাবে।
রেস্ট্রিক্টেড মোড: একটি বিনোদন প্ল্যাটফর্ম হিসেবে টিকটকে বিভিন্ন ধরনের কনটেন্ট পাওয়া যায়। ফলে, অনেক অভিভাবকই উদ্বেগে থাকেন যে শিশু বা কিশোরকিশোরীরা তাদের বয়সের তুলনায় কোন অনুপযোগী কনটেন্ট দেখছে কিনা। তাছাড়া শিশুরা বিপজ্জনক হতে পারে এমন বিষয়ের প্রতিও আগ্রহী হতে পারে। এই সকল কারনে, টিকটক রেস্ট্রিক্টেড মোড সন্তানদের জন্য অনুপযোগী এমন কনটেন্ট সীমাবদ্ধ করতে দিবে।
সার্চ অপশন সীমাবদ্ধ: ফ্যামিলি পেয়ারিংয়ের মাধ্যমে অভিভাবকরা তাদের সন্তানদের টিকটকে সার্চ অপশন সীমবদ্ধ কিংবা বন্ধ করে দিতে পারবেন। এমনকি যে কোন ধরনের কনটেন্ট, মানুষ, হ্যাশট্যাগ কিংবা নির্দিষ্ট সাউন্ড বন্ধ করে দেয়া যাবে যেটি সন্তানরা আর সার্চ অপশনের মাধ্যমে এই বিনোদন প্ল্যাটফর্মে আর খুঁজে পেতে পারবে না।
শিশুদের অ্যাকাউন্টের ডিসকভারবিলিটি বা আবিষ্কারযোগ্যতা: আবিষ্কারযোগ্যতা ফিচারটি অভিভাবকদের প্ল্যাটফর্মে তাদের বাচ্চাদের অ্যাকাউন্টগুলো কারা খুঁজে পাবে তা নির্বাচন করতে দেয়। এই ফিচারের মাধ্যমে অভিভাবকরা তাদের কিশোর-কিশোরীর অ্যাকাউন্ট ব্যক্তিগত নাকি পাবলিক থাকবে সেটা ঠিক করতে পারবেন।
প্ল্যাটফর্মে অন্যদের কাছে কিশোর-কিশোরীদের অ্যাকাউন্ট সাজেস্ট: ক্রিয়েটরদের ভিডিও প্রমোট করতে অন্যদের কাছে সেটি সাজেস্ট করা টিকটকের একটি ফিচার। এক্ষেত্রে শিশু বা কিশোর-কিশোরীদের নিরাপত্তার জন্য, মা-বাবারা সিদ্ধান্ত নিতে পারবেন তাদের বাচ্চাদের অ্যাকাউন্ট অন্য কারো কাছে সাজেস্ট করা হবে নাকি হবে না।
সিদ্ধান্ত নিন কারা ডিরেক্ট মেসেজ পাঠাতে পারবে: সন্তানদের হয়রানি কিংবা বুলিং থেকে নিরাপদে রাখতে অভিভাবকরা ডিরেক্ট মেসেজ সীমাবদ্ধ বা বন্ধ করে দিতে পারবেন। অভিভাবকরা সিদ্ধান্ত নিতে পারবেন তার সন্তানকে কারা ডিরেক্ট মেসেজ দিতে পারবে। এমনকি, তারা সম্পূর্ণভাবে সরাসরি মেসেজ করার অপশন বন্ধ করে দিতে পারবেন। ডিরেক্ট মেসেজ শুধুমাত্র রেজিস্টার করা অ্যাকাউন্ট এবং ১৬ বছরের বেশি বয়সীদের জন্য অ্যাভেলঅ্যাবল। তাছাড়া, ডিরেক্ট মেসেজ অপশনটি ১৩ থেকে ১৫ বছর বয়সীদের জন্য স্বয়ংক্রিয়ভাবে বন্ধ থাকে।
টিকটকে এমন কিছু ফিচার আছে যেগুলো ব্যবহার করে অভিভাবকরা তাদের সন্তানদের জন্য টিকটককে আরও ভালো একটি প্লাটফর্মে পরিনত করতে পারে। টিকটক এর ফ্যামিলি পেয়ারিং প্রোগ্রামের মাধ্যমে নিরাপদ ইন্টারনেট সম্পৃক্ত উদ্যোগগুলো প্রচার করছে। এখন পর্যন্ত,টিকটক অ্যাপে টিকটক প্যারেন্টাল কন্ট্রোল অ্যাভেলঅ্যাবল আছে।
যেভাবে ফ্যামিলি পেয়ারিং সেট করা যাবে:
অভিভাবক ও তাদের কিশোর-কিশোরীদের অ্যাকাউন্ট লিঙ্ক করার জন্য-
১. অ্যাপ চালু করে ডান দিকে প্রোফাইল বাটনে ট্যাপ করুন।
২. এবার উপরের দিকে ডান দিকে থাকা তিনটি লাইন ডটে ট্যাপ করুন।
৩. সেখান থেকে সেটিংস অ্যান্ড প্রাইভেসিতে যান এবং ফ্যামিলি পেয়ারিং ট্যাপ করুন।
৪. ট্যাপ প্যারেন্ট অথবা টিন।
৫. সেখানে দেয়া ধাপগুলো অনুসরণ করে অ্যাপটি লিঙ্ক করে নিন।
Discussion about this post