বিনোদন ডেস্ক
ডোয়াইন জনসনের ‘ব্ল্যাক অ্যাডাম’ যাঁরা এরই মধ্যে দেখে ফেলেছেন, তাঁরা হয়তো বিষয়টি আঁচ করতে পেরেছেন। ‘ব্ল্যাক অ্যাডাম’-এর টাইটেল চলাকালীন স্বল্প সময়ের জন্য হেনরি ক্যাভিলকে দেখা গেছে সুপারম্যান হিসেবে। সুপারম্যান অনুরাগীরা সামাজিকমাধ্যমে ঝড় তুলেছেন, এবার কি পর্দায় ফের দেখা যাবে সুপারম্যানকে? সব জল্পনার সমাপ্তি টেনেছেন হেনরি ক্যাভিল নিজেই। ইনস্টাগ্রামে এক ভিডিও পোস্ট করে তিনি জানিয়েছেন, সুপারম্যান হয়েই ফিরছেন তিনি।
ভিডিওতে হেনরি বলেছেন, ‘বন্ধুরা, এই পোস্ট করার আগে আমি কিছুটা অপেক্ষা করছিলাম। অনেকেই ব্ল্যাক অ্যাডাম দেখে বিষয়টি নিয়ে কথা বলবেন, এ অপেক্ষায় ছিলাম।
এবার আমি আনুষ্ঠানিক ঘোষণা দিচ্ছি, সুপারম্যান ফিরছে, সুপারম্যান হয়ে আমি আসছি। আপনাদের অপেক্ষা আর সমর্থনের জন্য ধন্যবাদ। আশা করছি, আপনাদের এই প্রতীক্ষার প্রতিদান দিতে পারব।’
২০১৩ সালে ‘ম্যান অব স্টিল’ সিনেমায় হেনরি ক্যাভিলকে প্রথম সুপারম্যান হিসেবে দেখা যায়। এরপর ২০১৬ সালে ‘ব্যাটম্যান ভার্সেস সুপারম্যান: ডন অব জাস্টিস’ এবং পরের বছর ‘জাস্টিস লিগ’ সিনেমায় সুপারম্যানের পোশাক পরেন হেনরি ক্যাভিল। তবে এবারের ঘোষণা, পুরোপুরি এক সুপারম্যানকেন্দ্রিক সিনেমা আসতে চলেছে। সুপারম্যান অনুরাগীদের জন্য এটা নিশ্চয়ই অনেক খুশির খবর।
Discussion about this post