অনলাইন ডেস্ক
সব সম্পর্ক সরলরেখায় চলবে না এমনটাই স্বাভাবিক। সবচেয়ে প্রিয় এবং কাছের মানুষটিকে নিয়েও হতে পারে ঈর্ষা। বিশেষত ছোটদের মধ্যে ঈর্ষাপ্রবণতা বেশি থাকাটাও অস্বাভাবিক নয়। প্রায়ই দেখা যায় বাড়ির ছোটরা একে অপরের সঙ্গে ঝগড়াঝাঁটি করে থাকে। বয়স কম হওয়ায় এ নিয়ে সচেতনতাও বেশ কম।
নিজের অজান্তেই একে অপরের প্রতিদ্বন্দ্বী হয়ে উঠলে তা সুস্থ সম্পর্কের পথে অন্তরায় হয়ে দাঁড়াতে পারে। সেজন্যে আপনার যেমন মনোযোগ রাখতে হবে তেমনই সমাধানের পথ খুঁজতে হবে।
চলুন জেনে নেওয়া যাক করণীয়-
- সন্তানদের একে অপরের সাথে ভাল আচরণে উৎসাহ দিন। আপনার সন্তানদের কেউ একজন অপরজনের জন্যে ভাল কিছু করলে প্রশংসা করবেন। বয়সে যে বেশি ছোট, সে এখান থেকেই শিক্ষা নেবে।
- অনেক সময় বাড়ির ছোট সন্তানের সামনে বড়জনের প্রশংসা করা হয়। এমনটা করবেন না। ছোটরা বিকাশের মধ্যে যাচ্ছে। বয়সের কথা বিবেচনায় পাশাপাশি তুলনা করা উচিত নয়। বরং নৈতিক মূল্য নিয়ে তাদের পরামর্শ দিন।
- সন্তানদের মধ্যে সবার দিকেই সমান মনোযোগ দিন।
- সন্তানদের মধ্যে কাজ ভাগ করে দিন। তারা যেন একে অপরের সঙ্গে মিলেমিশে কাজ করে তার উৎসাহ দিন।
- ঝগড়া হলে প্রায়শই বাবা-মা দুই পক্ষে অবস্থান করেন। এমন হলে দুজনকেই কাছে ডেকে সমস্যার কথা জানুন। পরামর্শ দিন সমস্যার ভিত্তিতে একে অপরকে মীমাংসা করার সুযোগ দিন।
Discussion about this post