বিনোদনডেস্ক
করোনা পরিস্থিতে দেশের গৃহবন্দি মানুষদের বিনোদন দিতে অতীতের জনপ্রিয় সব ধারাবাহিকগুলো প্রচারের সিদ্ধান্ত নেয় বিটিভি। সিদ্ধান্তের বাস্তবায়ন শুরু হয়েছে আগেই। যার ধারাবাহিকতায় এবার ৩৫ বছর আগের জনপ্রিয় পারিবারিক ধারাবাহিক নাটক ‘এইসব দিন রাত্রি’ আবার প্রচার শুরু করতে বিটিভি।
৪ মে সোমবার রাত থেকে ধারাবাহিকটি প্রচার হবে বলে জানানো হয়েছে।রাত সাড়ে ৮টা ও ৯টায় যেকোনো এক সময়ে প্রচারিত হবে ধারাবাহিকটি।
এর আগে গত ৬ এপ্রিল থেকে হুমায়ূন আহমেদের ‘কোথাও কেউ নেই’ ও ‘বহুব্রীহি’ শিরোনামের নব্বই দশকের নন্দিত ধারাবাহিক নাটক আবার প্রচার শুরু করেছে রাষ্ট্রীয় টিভি চ্যানেল বাংলাদেশ টেলিভিশন।
‘এইসব দিন রাত্রি’ ১৯৮৫ সালে বিটিভিতে প্রথম প্রচার হয়। নাটকটা সেই সময় এতটাই জনপ্রিয় ছিল যে নাটক চলাকালীন সময়ে ঢাকার ব্যস্ত রাস্তাগুলো ফাঁকা থাকত। নাটকটি ঢাকা শহরে বসবাসকারী একটি মধ্যবিত্ত পরিবারের গল্প বলে। নাটকটিতে একটি সাধারণ মধ্যবিত্ত পরিবারের সুখ, ভালোবাসা, বিয়ে, মৃত্যু, সমস্যা ইত্যাদিই দেখানো হয়েছে।
হুমায়ূন আহমেদের রচনায় ‘এইসব দিন রাত্রি’ পরিচালনা করেছেন মোস্তাফিজুর রহমান। নাটকটিতে অভিনয় করেছেন বুলবুল আহমেদ (শফিক ), খালেদ খান (আনিস), নায়ার সুলতানা লোপা (টুনি), কাজী মেহফুজুল হক (বাবা), আবুল খায়ের (মামা), শিল্পী সরকার অপু (শাহানা), ইনামুল হক (মি করিম), ডলি জহুর (নীলু), লুৎফুন নাহার লতা (শারমিন) , আসাদুজ্জামান নূর (রফিক) , দিলারা জামান(মা) ও মাসুদ আলী খান (অফিসের কর্মকর্তা)।
Discussion about this post