অনলাইন ডেস্ক
অধিকাংশ অভিভাবকই প্রায় সময় চিন্তিত থাকেন শিশুর মেধা ও বুদ্ধির বিকাশ ঠিক মতো হচ্ছে কিনা, তা নিয়ে। কিন্তু আইকিউ বাড়িয়ে তোলা মোটেই কঠিন নয়।
আপনার শিশুর বুদ্ধিমত্তা কেমন তা বুঝতেই কিছু বিষয় অনুসরণ করুন। তাহলে ভালো ফলাফল পাবেন। যেমন-
শিশুর সঙ্গে খেলার সময়ে, কয়েকটা কাজ বাছাই করে বের করে নিন। তাদেরও কিছু করতে দিন। যেমন– পাজল সলভ্ করান, একটা গান গেয়ে শোনাতে বলুন, একটা ছবি আঁকান বা একটা গল্প বলান। প্রত্যেকবারই একই কাজের পুনরাবৃত্তি প্রয়োজন নেই। কিন্তু প্রতিবারই নতুন কিছু করতে দিন এবং দুটি বা তিনটির পুনরাবৃত্তি করুন।
আপনার সন্তানেরা কসে আগ্রহী, তা আপনার সামনে সহজে চলে আসবে। তার এই ইচ্ছের মধ্য দিয়েই শিক্ষার প্রণালী খুঁজে পাবেন। এর ফলে আপনি এই কাজগুলির সঙ্গে শিশুর আইকিউ-এর সংমিশ্রণটাও খুঁজে পাবেন।
নানা কাজের মধ্যে নিজের সন্তানকে নিয়োজিত করুন। অবশ্যই এই কাজগুলি যেন তাদের পছন্দমতো হয় এবং তারা করতে আগ্রহী হয়। কিছু কিছু ক্ষেত্রে আপনার সন্তানের অবিরাম সাফল্য, উৎসাহ ও আনন্দ টের পাবেন। নির্দিষ্ট উচ্চ আইকিউ-এর এটি একটি ইঙ্গিত।
অভিভাবকদের করণীয়-
আইকিউ সবসময় স্থির নয়। কেউ হয়তো লেখাপড়ায় ভালো নয়, কিন্তু অন্য অনেক বিষয়ে পারদর্শী। আপনার সন্তানকে, আত্মমর্যাদা গঠন করে তা বাড়িয়ে তুলতে সাহায্য করুন। প্রশংসা ও স্নেহশীলতার মাধ্যমে তাকে বেশি বেশি উৎসাহিত করুন।
কী করবেন-
খারাপ ফলাফল করার সঠিক কারণ খুঁজে বের করুন এবং তাকে ভালো ফলাফল করতে শেখান।
আপনার সন্তান সবচেয়ে ভালো কী করতে পারে, সে বিষয়ে তাদের সাহস যোগান। সাধারণ মাত্রায় তারা কী করতে পারে সেদিকে বেশি গুরুত্ব দেবেন না।
সন্তানকে সাবলম্বি করে তুলতে, যত সহজে বিষয়টি তাদেরকে শেখানো যায়, সেই সহজ শিক্ষা পদ্ধতি অবলম্বন করুন। এর ফলে সে সহজেই এই শিক্ষাপদ্ধতি ব্যবহারিক জীবনে প্রয়োগও করতে পারবে।
Discussion about this post