শিক্ষার্থীরা, পরীক্ষায় সঠিক নিয়মে অংশগ্রহণের জন্য প্রস্তুতি, করণীয় ও পালনীয় নিয়ে কিছু দরকারি নির্দেশনা দেওয়া হলো।
পরীক্ষার আগে করণীয়:
এ সময়ে মূল পাঠ্যবইয়ের প্রতিটি অংশ খুব ভালোভাবে বুঝে পড়তে হবে। বেশি রাত জেগে পড়াশোনা করবে না। পরীক্ষার কভার পৃষ্ঠার নমুনা মোতাবেক প্রবেশপত্র দেখে পরীক্ষার্থীর নাম, রোল নম্বর, বিষয়, কেন্দ্রের নাম, পরীক্ষার্থীর স্বাক্ষর ও পরীক্ষার তারিখ লেখার অনুশীলন করবে।
পরীক্ষার হলে যাওয়ার আগে করণীয়:
এই মুহূর্তে শুধু গুরুত্বপূর্ণ বিষয়গুলোর ওপর চোখ বুলিয়ে যাবে। পরীক্ষার প্রথম দিন কমপক্ষে দুই ঘণ্টা আগে বাসা থেকে রওনা দেবে। কারণ, নতুন স্থানে নতুন পরিবেশে কক্ষ নম্বর ও আসন নম্বর খুঁজতে সময় লাগবে। পরীক্ষার হলে সময়ের আগে উপস্থিত হতে না পারলে মনে ভয়ের উদয় হতে পারে। এতে পরীক্ষায় নেতিবাচক প্রভাব পড়ে। পরীক্ষার হলে রওনা দেওয়ার আগে অবশ্যই প্রবেশপত্র একাধিক কলম, পেনসিল, স্কেল, হাতঘড়ি ইত্যাদি সঙ্গে নেবে।
পরীক্ষার হলে করণীয়: পরীক্ষার খাতা পাওয়ার পর কভার পৃষ্ঠায় প্রবেশপত্র দেখে তোমার নাম, রোল নম্বর, বিষয়, কেন্দ্রের নাম, স্বাক্ষর ও পরীক্ষার তারিখ লিখবে। কভার পৃষ্ঠার অপর পৃষ্ঠায় লেখা নিষেধ। প্রশ্নপত্র পাওয়ার পর ভালোভাবে পড়ে আগে বহুনির্বাচনী প্রশ্নের উত্তর, শূন্যস্থানে পূরণ ও আবশ্যিক প্রশ্নের উত্তর দিতে চেষ্টা করবে। হাজিরা শিটে অবশ্যই প্রতিদিন স্বাক্ষর করবে।
পরীক্ষার্থীদের জন্য পালনীয় নিয়মাবলি:
১. পরীক্ষার্থীকে প্রবেশপত্রসহ নির্দিষ্ট সময়ে পরীক্ষার হলে উপস্থিত হতে হবে। প্রবেশপত্র ছাড়া কেউ পরীক্ষায় অংশগ্রহণ করতে পারবে না।
২. অননুমোদিত কাগজপত্র, ক্যালকুলেটর বা মুঠোফোন নেওয়া যাবে না।
৩. উত্তরপত্রের ভেতর বা বাইরে পরীক্ষার্থীর নাম, ঠিকানা, রোল নম্বর বা কোনো সাংকেতিক চিহ্ন বা অপ্রয়োজনীয় কোনো কিছু লেখা যাবে না।
৪. উত্তরপত্র ও অতিরিক্ত উত্তরপত্রে অবশ্যই ইনভিজিলেটরের স্বাক্ষর থাকতে হবে। অন্যথায় উত্তরপত্র বাতিল বলে গণ্য হবে।
৫. খসড়ার জন্য কোনো অতিরিক্ত কাগজ দেওয়া হবে না। প্রদত্ত উত্তরপত্রে খসড়ার কাজ করতে হবে এবং তা পরে যথাযথভাবে কেটে দিতে হবে।
৬. অতিরিক্ত উত্তরপত্রের দরকার হলে পরীক্ষার্থী কেবল দাঁড়িয়ে কর্তব্যরত ইনভিজিলেটরের দৃষ্টি আকর্ষণ করবে।
৭. প্রদত্ত উত্তরপত্র ছাড়া প্রশ্নপত্র, টেবিল, রুলার, নিজ দেহ বা অন্য কোথাও পরীক্ষার্থী কোনো কিছু লিখতে পারবে না।
৮. প্রশ্নপত্র বিতরণের পর এক ঘণ্টা অতিবাহিত না হওয়া পর্যন্ত কোনো পরীক্ষার্থী পরীক্ষা হলের বাইরে যেতে পারবে না।
৯. পরীক্ষা শেষ হওয়ার পর উত্তরপত্র কর্তব্যরত ইনভিজিলেটরের কাছে জমা দিয়ে পরীক্ষা হল ত্যাগ করতে হবে।
১০. পরীক্ষা সমাপ্ত হওয়ার ১০ মিনিট আগে সতর্কঘণ্টা বাজবে।
পরীক্ষা চলাকালীন আচরণ:
নিচের নির্দেশ অমান্য করলে পরীক্ষার্থী দোষী বিবেচিত হবে—
১. পরীক্ষার হলে একে অন্যের সঙ্গে কথোপকথন করলে;
২. কোনো অননুমোদিত কাগজপত্র বা বস্তু সঙ্গে রাখলে;
৩. পরীক্ষার হলে প্রশ্নপত্র বা অন্য কোনো মাধ্যমে কিছু লিখে অন্য পরীক্ষার্থীর সঙ্গে বিনিময় করলে;
৪. প্রশ্নপত্র ছাড়া অন্য কোনো কাগজ বা অন্যের উত্তরপত্র দেখে লিখলে বা অন্যকে দেখানোর চেষ্টা করলে।
সিদ্দিকুর রহমান, প্রধান শিক্ষক (প্রা.), হু. মু. এরশাদ সরকারি প্রাথমিক বিদ্যালয়, ঢাকা
Discussion about this post