শিক্ষার আলো ডেস্ক
২০২০-২১ সেশনের রাজশাহী বিশ্ববিদ্যালয়ের (রাবি) ‘এ’ ইউনিটের অধীনে কলা অনুষদ, আইন অনুষদ, সামাজিক বিজ্ঞান অনুষদ, চারুকলা এবং শিক্ষা ও গবেষণা ইনস্টিটিউটের ভর্তি পরীক্ষায় প্রথম স্থান অধিকার করেছেন ফরিদুল ইসলাম নামে এক শিক্ষার্থী। তার টেস্ট স্কোর ৯৪.২০।
তিনি নীলফামারী সরকারী কলেজের ছাত্র ছিলেন। গতকাল রোববার রাতে ‘এ’ ইউনিটের ফল প্রকাশ করে রাবি প্রশাসন।
জানা গেছে, ‘এ’ ইউনিটে তিন শিফটের পরীক্ষাসমূহে উপস্থিতি ৩৬৪১৮ জন, যার হার ছিল প্রায় ৮৪ শতাংশ। এসব পরীক্ষার্থীদের অতিক্রম করে মোট ১০০ নম্বরের মধ্যে ৯৪.২০ নম্বর পেয়ে শীর্ষস্থান দখন করেছেন ফরিদুল।
দ্বিতীয় শিফটের ভর্তি পরীক্ষায় সর্বোচ্চ নম্বর পেয়েছেন মো. মারুফ হোসেন। ভর্তি পরীক্ষায় তার প্রাপ্ত নম্বর ৮৯.৮৫। তৃতীয় শিফটে সর্বোচ্চ নম্বর পেয়েছেন ফাতেমা খাতুন। তার প্রাপ্ত নম্বর ৮৯.৮৫।
Discussion about this post