নিজস্ব প্রতিবেদক
এবারের ২০২১-২২ সেশনের মেডিকেল কলেজের ভর্তি পরীক্ষায় মেধা তালিকায় ৩৩তম হয়ে ঢাকা মেডিকেল কলেজে ভর্তির চান্স পেয়েছেন ফাতিমা তুজ জোহরা। ভর্তি পরীক্ষায় ৮৮ মার্ক পেয়ে তিনি মোট ২৮৮ স্কোর অর্জন করেছেন। তার ভর্তি পরীক্ষার কেন্দ্র ছিল চট্টগ্রাম মেডিকেল কলেজের আওতাভুক্ত ইস্পাহানী স্কুল।
তার গ্রামের বাড়ি কক্সবাজার জেলার চকরিয়া উপজেলার সাহারবিল ইউনিয়নে। তিনি চট্টগ্রাম সরকারী বালিকা উচ্চ বিদ্যালয় থেকে ২০১৯ সালে জিপিএ -৫ পেয়ে এসএসসি পাস করেন।
চট্টগ্রাম সরকারি কলেজ থেকে ২০২১ সালের এইচএসসি পরীক্ষায় জিপিএ -৫ পেয়ে উত্তীর্ণ হন।
ফাতিমা তুজ জোহরা জানান, আমার মায়ের প্রবল ইচ্ছা ছিল মেডিকেলের ডাক্তার হওয়ার। আল্লাহর অশেষ রহমত এবং বাবা-মায়ের দোয়ায় এতদূর আসতে পেরেছি। ভবিষ্যতে ডাক্তার হয়ে সাধারণ মানুষের সেবা করতে চাই।
Discussion about this post