শিক্ষার আলো ডেস্ক
সাত কলেজের অনার্স তৃতীয় বর্ষ পরীক্ষার পরিসংখ্যান বিভাগের ফলাফল প্রকাশিত হয় সোমবার ( ১৮ এপ্রিল) । প্রকাশিত ফলাফলে দেখা যায় জিপিএ ৪- এ ৪ পেয়েছেন ঢাকা কলেজের পরিসংখ্যান বিভাগের শিক্ষার্থী আরমান মামুন। এছাড়াও তার তিন বর্ষের গড় ফলাফল ( সিজিপিএ) ৩.৮২।
আরমান মামুন উচ্ছ্বাস প্রকাশ করে বলেন, আল্লাহর অশেষ রহমতে এই ফলাফল করতে পেরে খুবই ভালো লাগছে। আমি মনে করি পরিশ্রম করলে এবং ধারাবাহিক ভাবে পড়াশোনা করলে ভালো ফলাফল করা সম্ভব। আমার ফলাফল কৃতিত্ব আমার ডিপার্টমেন্ট এবং ডিপার্টমেন্টের শিক্ষকদের দিতে চাই। আমাদের ৩য় বর্ষ একাডেমিক ইয়ার পুরোটা করোনার মধ্যে গিয়েছিলো। সশরীরে কোনো ক্লাস না হলেও সব কোর্সের ক্লাস রেকর্ড করে শিক্ষকরা ডিপার্টমেন্টের ইউটিউব চ্যানেলে দিয়েছেন। এতে করে আমার সময় সুযোগ মতো প্রতিটি ক্লাস এক বা একাধিকবার দেখার সুযোগ পেয়েছি।
সাত কলেজের শিক্ষার্থীদের প্রায়ই ফেলের অভিযোগ করে থাকেন। তারপরও কিভাবে ভালো ফলাফল করা যায় এ বিষয়ে আরমান মামুন বলেন, আমাদের সাত কলেজে ফলাফল ভালো করতে হলে নিয়মিত ক্লাস করা অত্যন্ত গুরুত্বপূর্ণ। ভালো করার ২য় কৌশল হলো, প্রতিটা কোর্সের প্রশ্নের প্যাটার্ন বুঝতে হবে। এজন্য একই কোর্সের, সাত কলেজের বিগত ২-৩ বছরের প্রশ্ন, ঢাকা বিশ্ববিদ্যালয়ের বিগত ৩-৪ বছরের প্রশ্ন নিয়ে এনালাইসিস করতে হবে। একটা নির্দিষ্ট টপিক্স থেকে কি ধরনের প্রশ্ন আসে সেটা যদি আমরা নিজেরা বুঝে বের করতে পারি তাহলেই পরবর্তী পড়াশোনাটা সহজ হয়ে যায়।
ঢাকা কলেজের পরিসংখ্যান বিভাগের বিভাগীয় প্রধান অধ্যাপক শফিক নেওয়াজ তালুকদার বলেন, এটা আমাদের বিভাগের জন্য গর্বের বিষয়। আমাদের শিক্ষকদের জন্য গর্বের। তবে ভালো ফলাফলের কৃতিত্ব অবশ্যই শিক্ষকের চেয়ে শিক্ষার্থীর বেশি। তার চেষ্টার মাধ্যমেই সে ভালো ফলাফল করতে পেরেছে। আমি তাকে অভিনন্দন জানাই।
Discussion about this post