শিক্ষার আলো ডেস্ক
ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) ২০২৩-২৪ শিক্ষাবর্ষে প্রথমবর্ষ আন্ডারগ্র্যাজুয়েট প্রোগ্রামের ভর্তি পরীক্ষায় উত্তীর্ণ শিক্ষার্থীদের বিষয় পছন্দের ফরম পূরণ শুরু হয়েছে। এর আগে বিশ্ববিদ্যালয়ের ভর্তিবিষয়ক ওয়েবসাইটে ভর্তিযোগ্য বিষয়ের তালিকা প্রকাশ করা হয়। এতে শর্ত পূরণ করেও পছন্দের বিষয় না পেলে মেইলে তা জানাতে বলেছে কর্তৃপক্ষ।
ভর্তি ফরম ও বিষয়ের পছন্দক্রম ফরম পূরণ শুরু হয়েছে বুধবার (৩ এপ্রিল)। ভর্তিবিষয়ক ওয়েবসাইটে এক নির্দেশনায় বলা হয়েছে, ভর্তিচ্ছু শিক্ষার্থীরা নিজ নিজ একাউন্টে লগইন করে বিস্তারিত ফরম মেনুতে ক্লিক করে অনলাইনে বিস্তারিত তথ্য ও বিষয় পছন্দক্রম ফরম পূরণ করতে পারবে।
নির্দেশিকায় উল্লেখিত শর্ত পূরণ সত্ত্বেও যদি কারও ভর্তিযোগ্য বিষয় সমূহের তালিকায় ওই বিষয় দেখতে না পান, তাহলে অঁবশ্যই helpline@eis.du.ac.bd এড্রেসে একটি ইমেইল করে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষকে অবহিত করতে হবে বলে এতে জানানো হয়েছে।
Discussion about this post