ক্যারিয়ার ডেস্ক
আন্তর্জাতিক সংস্কৃতি, বৈজ্ঞানিক বিকাশ ও প্রযুক্তিগত সহযোগিতা জোরদার করার লক্ষ্যে ইতালির পররাষ্ট্র মন্ত্রণালয় এবং পররাষ্ট্র মন্ত্রণালয়ের অধীনস্থ প্রতিষ্ঠান এমএইসিআই (MAECI) প্রতি বছর বিদেশি শিক্ষার্থীদের জন্য ইতালির বিশ্ববিদ্যালয়গুলোতে বিনামূল্যে উচ্চ শিক্ষা লাভের লক্ষ্যে স্কলারশিপ সুবিধা দিয়ে থাকে।
নিবন্ধন পদ্ধতি
ইতালীয় বিশ্ববিদ্যালয় ব্যবস্থায় তালিকাভুক্তির জন্য আবেদন করার জন্য, শিক্ষার্থীদের কমপক্ষে 17 বছর বয়সী হতে হবে এবং ন্যূনতম 12 বছরের শিক্ষা সম্পন্ন করতে হবে।
ইতালীয় বা ইউরোপীয় ইউনিয়নের জাতীয়তা বা ইতালিতে বসবাসের পারমিট সহ শিক্ষার্থীরা সরাসরি নির্বাচিত বিশ্ববিদ্যালয় বা AFAM প্রতিষ্ঠানে তালিকাভুক্তির জন্য আবেদন করতে পারবেন।
শিক্ষার্থীরা অনলাইন রেজিস্ট্রেশন পদ্ধতির মাধ্যমে ইতালীয় বিশ্ববিদ্যালয়ে ভর্তি হতে পারে।
একবার তালিকাভুক্তি সম্পন্ন হলে, প্রতিটি শিক্ষার্থী একটি শনাক্তকরণ নম্বর (ম্যাট্রিকুলেশন নম্বর) পাবে, যা টিউশন ফি প্রদানের জন্য এবং পরীক্ষার জন্য নিবন্ধনের জন্য প্রয়োজনীয় হবে।
একবার ডিগ্রী কোর্স বাছাই করা হলে, ভর্তি পরীক্ষা আছে কিনা তা পরীক্ষা করতে হবে।
ভর্তি পরীক্ষার ক্যালেন্ডার সরাসরি নির্বাচিত বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইটে পাওয়া যাবে।
ডিগ্রি প্রোগ্রামগুলি
- Architecture
- Medicine and Surgery
- Dentistry
- Veterinary medicine
- Medical professions
- education Sciences
ভর্তি পরীক্ষার রেজিস্ট্রেশন পদ্ধতি নিম্নলিখিত পোর্টালে পাওয়া যাবে: https://www.universitaly.it/index.ph
উক্তবিষয়গুলোতে ভর্তি হতে জাতীয় ভর্তি পরীক্ষার প্রয়োজন হতে পারে।
আবেদনের যোগ্যতা
প্রাতিষ্ঠানিক যোগ্যতা
- শুধুমাত্র বিদেশি শিক্ষার্থীরা এই স্কলারশিপের জন্য আবেদন করতে পারবে। অর্থাৎ শিক্ষার্থী যদি ইতালির নাগরিক হয় তাহলে আবেদনের জন্য অযোগ্য হবে।
- আবেদনকারীকে অবশ্যই ইতালিয়ান বিশ্ববিদ্যালয়গুলোতে ভর্তির জন্য প্রয়োজনীয় প্রাতিষ্ঠানিক যোগ্যতাসম্পন্ন হতে হবে। অর্থাৎ ইতালিয়ান বিশ্ববিদ্যালয়গুলো বিদেশী শিক্ষার্থী ভর্তির ক্ষেত্রে যে সকল যোগ্যতা চেয়ে থাকে, তার সবগুলো পূরণ করতে হবে। ইতালিয়ান বিশ্ববিদ্যালয়গুলোতে ভর্তির জন্য প্রাতিষ্ঠানিক যোগ্যতা সম্পর্কে শিক্ষার্থীরা আরও বিস্তারিত জানতে পারবেন এই লিংক থেকে- https://studyinitaly.esteri.it/en/Recognition-of-qualification
-
বয়স
- মাস্টার্স ডিগ্রি এবং আর্টস, সংগীত ও নৃত্যকলা কোর্সে আবেদনকারী শিক্ষার্থীদের এই স্কলারশিপের অনুদান পাওয়ার ক্ষেত্রে বয়স নির্ধারণ করা হয়েছে ২৮ বছর। অর্থাৎ, মাস্টার্স এবং আর্টস, সংগীত ও নৃত্যকলা কোর্সে ২৮ বছরের বেশি বয়সের কোনো শিক্ষার্থী এই অনুদান পাবে না।
- পিএইচডিতে আবেদনকারী শিক্ষার্থীর এমএইসিআই স্কলারশিপ পাওয়ার জন্য বয়স ৩০ বছরের বেশি হওয়া যাবে না।
- একাডেমিক তত্ত্বাবধানে প্রকল্পগুলোর গবেষণার জন্য আবেদনকারীর বয়স ৪০ বছরের বেশি হওয়া যাবে না।
- আরও পড়ুনঃ জার্মানির ডাড স্কলারশিপ , মাসে লক্ষ টাকা বৃত্তি !
-
ভাষাগত দক্ষতা
- ইতালিয়ান ভাষায় উচ্চ শিক্ষা অর্জনের লক্ষ্যে ইতালিয়ান বিশ্ববিদ্যালয়গুলোতে ভর্তি-ইচ্ছুক শিক্ষার্থীদের অবশ্যই ইতালিয়ান ভাষায় দক্ষতার উপর একটি প্রশংসাপত্র এমএইসিআইকে প্রদান করতে হবে। এক্ষেত্রে শিক্ষার্থীকে সর্বনিম্ন (সিইএফআর) ইউরোপিয়ান ফ্রেমওয়ার্ক রেফারেন্স ফর ল্যাঙ্গুয়েজ (B2) লেভেল ইতালিয়ান ল্যাংগুয়েজ কোর্স সম্পন্ন করতে হবে। এরপর শিক্ষার্থী চাইলেই বিশ্ববিদ্যালয়ের ভাষা শিক্ষা বিভাগের একজন শিক্ষক দ্বারা প্রশংসাপত্র এমএইসিআইয়ের নিকট জমা দিতে পারবে।
- ইতালিয়ান বিশ্ববিদ্যালয়গুলোতে ইংরেজি ভাষায় উচ্চশিক্ষা গ্রহণে ইচ্ছুক শিক্ষার্থীদের স্কলারশিপ পাওয়ার জন্য আইইএলটিএস (IELTS) স্কোর (ওভারঅল স্কোর ৬.০ – ৭.৫) / ইংরেজি ভাষার দক্ষতা পরীক্ষার প্রমান পত্র জমা দিতে হবে। আইইএলটিএস স্কোরের প্রমান পত্র ভিসার ক্ষেত্রেও কাজে আসবে।
- ইতালিয়ান ভাষা ও সংস্কৃতি কোর্সের শিক্ষার্থীদের অবশ্যই ইতালিয়ান ভাষায় দক্ষতার একটি প্রশংসাপত্র সরবরাহ করতে হয়। এক্ষেত্রে শিক্ষার্থীকে সর্বনিম্ন (সিইএফআর) ইউরোপিয়ান ফ্রেমওয়ার্ক রেফারেন্স ফর ল্যাঙ্গুয়েজ (A2) লেভেল ইতালিয়ান ল্যাংগুয়েজ কোর্স সম্পন্ন করতে হবে। এরপর শিক্ষার্থী চাইলেই বিশ্ববিদ্যালয়ের ভাষা শিক্ষা বিভাগের একজন শিক্ষক দ্বারা প্রশংসাপত্র এমএইসিআইয়ের নিকট জমা দিতে পারবে।
-
আবেদন করার পদ্ধতি
এমএইসিআই স্কলারশিপ পেতে আগ্রহী শিক্ষার্থীদের অবশ্যই অনলাইনের মাধ্যমে আবেদন করতে হবে। আবেদন প্রক্রিয়া সম্পর্কে বিস্তারিত জানতে শিক্ষার্থীরা এই লিংকটি ভিজিট করতে পারে- https://studyinitaly.esteri.it/en/home_borse
https://studyinitaly.esteri.it/Static/Bando
ইতালিয়ান সরকার প্রতিবছর বিদেশি শিক্ষার্থীদের জন্য এমএইসিআই স্কলারশিপ আহ্বান করে থাকে। 2024-2025 শিক্ষাবর্ষে ভর্তি-ইচ্ছুক শিক্ষার্থীরা এখন থেকেই ভর্তির জন্য প্রস্তুতি নিতে পারে।
Discussion about this post