শিক্ষার আলো ডেস্ক
জাতীয় পর্যায়ে প্রোগ্রামিং প্রতিযোগিতার ভিত্তিতে সিন্যাপ্সের প্রকাশিত র্যাংকিংয়ে দেশের পাবলিক বিশ্ববিদ্যালয়গুলোর মধ্যে শীর্ষ অবস্থানে উঠে এসেছে শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (শাবিপ্রবি)। গতবছর প্রকাশিত র্যাংকিংয়ে সারাদেশে দ্বিতীয় অবস্থানে ছিল বিশ্ববিদ্যালয়টি।সম্প্রতি সিন্যাপ্সের প্রকাশিত ওয়েবসাইট থেকে এ তথ্য জানা গেছে।
এবারে দ্বিতীয় অবস্থানে রয়েছে ঢাকা বিশ্ববিদ্যালয় , বুয়েট হয়েছে চতুর্থ !
র্যাংকিংয়ে ১৩০ পয়েন্ট যোগ করে ঢাকা বিশ্ববিদ্যালয় (ঢাবিকে) পিছনে ফেলে আবারও শীর্ষ অবস্থানে উঠে এসেছে সিলেটের শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (শাবিপ্রবি)। বিশ্ববিদ্যালয়টির বর্তমান রেটিং ৩৭৮৫। অন্যদিকে ৩৬৫৫ (-৬১) রেটিং নিয়ে একধাপ পিছিয়ে দ্বিতীয় অবস্থানে রয়েছে ঢাকা বিশ্ববিদ্যালয় (ঢাবি)।
২০১৪ সাল থেকে ৫১ টি ন্যাশনাল লেভেল প্রোগ্রামিং কন্টেস্টের রেজাল্টের উপর ভিত্তি করে IUT IUPC ২০২৫ এর পর আপডেট করা সিন্যাপ্স রেটিং প্রকাশ করে থাকে।ৎ
আরও পড়ুনঃ খুলনা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে হচ্ছে ১০তলা নতুন ছাত্রী হোস্টেল !
সিন্যাপ্স র্যাংকিংয়ে ৩৪৬৭ (+৭৯) রেটিং নিয়ে তৃতীয় অবস্থানে আছে ব্র্যাক বিশ্ববিদ্যালয়। গতবারের চেয়ে আরও একধাপ পিছিয়ে ৩৩৩৩ (-১৫৫) রেটিং নিয়ে ৪র্থ অবস্থানে রয়েছে বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়(বুয়েট)। এছাড়া ২৯৫৮ (+১৫০) রেটিং নিয়ে ৭ম অবস্থান থেকে ৫ম অবস্থানে উঠে এসেছে ইসলামিক ইউনিভার্সিটি অফ টেকনোলজি (আইউটি)। ২৮৩৯ (+১১৩) রেটিং নিয়ে ৬ষ্ঠ অবস্থানে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়, ২৮০৪ (-৪৯) রেটিং নিয়ে ৭ম অবস্থানে উঠে এসেছে কুয়েট, ২৭৯৩ (+৩৩) রেটিং নিয়ে ৮ তম অবস্থানে রয়েছে রুয়েট। ২২৯০(+২২১) রেটিং নিয়ে ৯ম অবস্থানে চুয়েট এবং ২২৫৬(-২৬) রেটিং নিয়ে ১০ অবস্থানে রয়েছে রাজশাহী বিশ্ববিদ্যালয়।
নিজ বিশ্ববিদ্যালয়ের এমন গৌরবময় কীর্তিতে শাবিপ্রবির উপাচার্য অধ্যাপক ফরিদ উদ্দিন আহমেদ সাংবাদিকদের বলেন, প্রোগ্রামিং প্রতিযোগিতায় আমরা এর আগেও সারাদেশে প্রথম হবার মত গৌরব অর্জন করেছি। আমাদের বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা দেশ-বিদেশে সুনাম কুড়াচ্ছে। মেধাবী শিক্ষার্থী গড়তে এবং বিভিন্ন প্রতিযোগিতার জন্য তাদের প্রস্তুত করতে আমরা পরিবেশ ও সুযোগ সৃষ্টি করতে পেরেছি। আমরা অর্ধযুগে শতাধিক শিক্ষক নিয়োগ দিয়েছি এ বিশ্ববিদ্যালয় থেকে। এর থেকে প্রমাণিত হয়, আমরা দক্ষ গ্র্যাজুয়েট তৈরি করছি। যারা সব সেক্টরেই মেধার পরিচয় দিচ্ছে।
Discussion about this post