শিক্ষার আলো ডেস্ক
ঢাকা বিশ্ববিদ্যালয় (ঢাবি) শিক্ষার্থীদের নিরাপত্তা নিশ্চিতে হল প্রভোস্টের নির্দেশনা দিয়েছেন উপাচার্য অধ্যাপক ড. এ এস এম মাকসুদ কামাল। দিনভর কোটা সংস্কারপন্থী শিক্ষার্থীদের উপর ছাত্রলীগের হামলার পর সোমবার (১৫ জুলাই) রাতে হল প্রভোস্টের নিয়ে উপাচার্যের নিজ বাসভবনে আয়োজিত জরুরি বৈঠকে তিনি এ নির্দেশনা দেন।
বৈঠক শেষে সাংবাদিকদের এ তথ্য জানিয়েছেন বিশ্ববিদ্যালয়ের স্যার এ এফ রহমান হলের প্রভোস্ট অধ্যাপক ড. মো. রফিকুল ইসলাম। তিনি জানান, বিশ্ববিদ্যালয়ের ড. মুহম্মদ শহীদুল্লাহ হলের পরিস্থিতি সবচেয়ে বেশি উত্তপ্ত হওয়ায় এ হলটির দায়িত্ব নিয়েছেন উপাচার্য নিজেই।
অধ্যাপক রফিকুল ইসলাম বলেন, বিশ্ববিদ্যালয়ের নিরাপত্তা নিশ্চিতে পুলিশ কড়া পাহারায় থাকবে। আপাতত শিক্ষার্থীদের হল ত্যাগ বা হল বন্ধের কোনো ধরনের নির্দেশনা দেওয়া হয়নি। তবে কেউ কোনো ধরনের নাশকতা করার চেষ্টা করলে বিধি অনুযায়ী কঠোর ব্যবস্থা নেওয়ার হুঁশিয়ারি দেওয়া হয়েছে।
আরও পড়ুনঃ ক্যাম্পাসে বহিরাগতদের ঠেকাতে পুলিশ মোতায়েন ঃ প্রক্টর
সভা শেষে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষের এক সংবাদ বিজ্ঞপ্তিতে ৫টি সিদ্ধান্তের কথা জানানো হয়েছে। এগুলো হলো- শিক্ষার্থীরা নিজ নিজ হলে শান্তিপূর্ণভাবে অবস্থান করবেন; প্রভোস্ট ও আবাসিক শিক্ষকেরা শিক্ষার্থীদের নিরাপত্তায় সার্বক্ষণিকভাবে হলে অবস্থান করবেন এবং প্রয়োজনীয় ব্যবস্থা নেবেন; হলগুলোতে কোনো বহিরাগত অবস্থান করতে পারবেন না;
এছাড়া যেকোনো ধরনের গুজব ও অপপ্রচার থেকে বিরত থাকার জন্য সংশ্লিষ্ট সবাইকে আহ্বান জানানো হয়েছে; সবাইকে নাশকতামূলক কাজ থেকে বিরত থাকার জন্য বলা হয়েছে। কেউ নাশকতামূলক কাজে জড়িত হলে বিশ্ববিদ্যালয়ের বিধি অনুযায়ী কঠোর ব্যবস্থা গ্রহণ করা হবে।
সভায় সহ–উপাচার্য (প্রশাসন) মুহাম্মদ সামাদ, সহ–উপাচার্য (শিক্ষা) সীতেশ চন্দ্র বাছার, কোষাধ্যক্ষ মমতাজ উদ্দিন আহমেদ এবং বিভিন্ন হল ও হোস্টেলগুলোর প্রভোস্ট ও ওয়ার্ডেনরা উপস্থিত ছিলেন।
Discussion about this post